অনলাইন ডেস্ক
ফিলিপাইনের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চা কেন্দ্রে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সামাজিক প্ল্যাটফর্ম টেলিগ্রামের এক পোস্টে আইএস জানিয়েছে, তাদের সদস্যরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
বিবৃতিতে আইএস বলেছে, মারাওয়ি শহরে খ্রিষ্টানদের বিশাল সমাবেশে একটি ডিভাইসের মাধ্যমে খেলাফতের সৈন্যরা এ বিস্ফোরণ ঘটায়।
ফিলিপাইনের মুসলিম নাগরিকদের বেশির ভাগই বসবাস করেন দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও এবং তার আশপাশের দ্বীপগুলোতে। মিন্দানাও রিজিয়ন নামে পরিচিত অঞ্চলটিতে আইএসের প্রভাব অপেক্ষাকৃত বেশি।
গতকাল রোববার মারাওয়ি শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চাকেন্দ্রে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে বোমা হামলায় চারজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
এ ঘটনার পর তাৎক্ষণিক এক বিবৃতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘বিদেশি সন্ত্রাসীরা এই হামলার জন্য দায়ী। ফিলিপাইনে এর আগে এমন কাণ্ডজ্ঞানহীন ও ঘৃণ্য হামলার ঘটনা ঘটেনি।’
ফিলিপাইনের প্রতিরক্ষাসচিব গিলবার্তো তেওডোরো এক সংবাদ সম্মেলনে এ বোমা হামলার পেছনে বিদেশি উপাদানের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ‘ভয়াবহ সন্ত্রাসী হামলার’ নিন্দা করে বলেছে, তারা ফিলিপাইনের অধিবাসীদের পাশে আছে।
মিন্দানাও অঞ্চলের প্রদেশ লানাও দেল সুরের রাজধানী শহরের নাম মারাওয়ি। এই অঞ্চলটিতে গত প্রায় দুই দশক ধরে তৎপরতা চালাচ্ছে আইএস, আল-কায়েদাসহ বিভিন্ন বিদেশি ও অভ্যন্তরীণ জঙ্গিগোষ্ঠী। ২০১৭ সালে শহরটি পাঁচ মাস অবরুদ্ধ করে রেখেছিল আইএসের ফিলিপাইন শাখা দাওলাহ ইসলামিয়া মাউতে। দখলের পর গোটা লানাও দেল সুর প্রদেশকে আইএসের ‘উইলায়াত’ বা প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করে দাওলাহ ইসলামিয়া মাউতে।
ফিলিপাইনের সামরিক বাহিনী গত শুক্রবার মাগুইন্দানাও দেল সুর প্রদেশে একটি সামরিক অভিযান চালায়। সেই অভিযানে ইসলামিক স্টেট সমর্থক দাওলাহ ইসলামিয়া ফিলিপাইনের সদস্যসহ ১১ জঙ্গিকে হত্যা করা হয়।
সেদিকে ইঙ্গিত করে মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে বিস্ফোরণ সম্পর্কে আঞ্চলিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোবলেজা বলেছিলেন, ইসলামিক স্টেটপন্থী জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। প্রতিশোধ নিতে তারা এই হামলা করে থাকতে পারে।
ফিলিপাইনের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চা কেন্দ্রে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সামাজিক প্ল্যাটফর্ম টেলিগ্রামের এক পোস্টে আইএস জানিয়েছে, তাদের সদস্যরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
বিবৃতিতে আইএস বলেছে, মারাওয়ি শহরে খ্রিষ্টানদের বিশাল সমাবেশে একটি ডিভাইসের মাধ্যমে খেলাফতের সৈন্যরা এ বিস্ফোরণ ঘটায়।
ফিলিপাইনের মুসলিম নাগরিকদের বেশির ভাগই বসবাস করেন দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও এবং তার আশপাশের দ্বীপগুলোতে। মিন্দানাও রিজিয়ন নামে পরিচিত অঞ্চলটিতে আইএসের প্রভাব অপেক্ষাকৃত বেশি।
গতকাল রোববার মারাওয়ি শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চাকেন্দ্রে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে বোমা হামলায় চারজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
এ ঘটনার পর তাৎক্ষণিক এক বিবৃতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘বিদেশি সন্ত্রাসীরা এই হামলার জন্য দায়ী। ফিলিপাইনে এর আগে এমন কাণ্ডজ্ঞানহীন ও ঘৃণ্য হামলার ঘটনা ঘটেনি।’
ফিলিপাইনের প্রতিরক্ষাসচিব গিলবার্তো তেওডোরো এক সংবাদ সম্মেলনে এ বোমা হামলার পেছনে বিদেশি উপাদানের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ‘ভয়াবহ সন্ত্রাসী হামলার’ নিন্দা করে বলেছে, তারা ফিলিপাইনের অধিবাসীদের পাশে আছে।
মিন্দানাও অঞ্চলের প্রদেশ লানাও দেল সুরের রাজধানী শহরের নাম মারাওয়ি। এই অঞ্চলটিতে গত প্রায় দুই দশক ধরে তৎপরতা চালাচ্ছে আইএস, আল-কায়েদাসহ বিভিন্ন বিদেশি ও অভ্যন্তরীণ জঙ্গিগোষ্ঠী। ২০১৭ সালে শহরটি পাঁচ মাস অবরুদ্ধ করে রেখেছিল আইএসের ফিলিপাইন শাখা দাওলাহ ইসলামিয়া মাউতে। দখলের পর গোটা লানাও দেল সুর প্রদেশকে আইএসের ‘উইলায়াত’ বা প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করে দাওলাহ ইসলামিয়া মাউতে।
ফিলিপাইনের সামরিক বাহিনী গত শুক্রবার মাগুইন্দানাও দেল সুর প্রদেশে একটি সামরিক অভিযান চালায়। সেই অভিযানে ইসলামিক স্টেট সমর্থক দাওলাহ ইসলামিয়া ফিলিপাইনের সদস্যসহ ১১ জঙ্গিকে হত্যা করা হয়।
সেদিকে ইঙ্গিত করে মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে বিস্ফোরণ সম্পর্কে আঞ্চলিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোবলেজা বলেছিলেন, ইসলামিক স্টেটপন্থী জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। প্রতিশোধ নিতে তারা এই হামলা করে থাকতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
৭ ঘণ্টা আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
৮ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
৯ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
১০ ঘণ্টা আগে