তিনি বিখ্যাত ওঝা। জখম সারাতে তাঁর কাছ থেকে পড়াপানি নিয়েছে শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর ও আশিস নেহরার মতো সেলিব্রেটি। তিনি শ্রীলঙ্কার বিখ্যাত ওঝা এলিয়ান্থা হোয়াইট। এই ‘অব্যর্থ’ পড়াপানি দিয়েই ঠেকিয়ে দিতে চেয়েছিলেন করোনা মহামারি। কিন্তু নিজেই মারা গেলেন করোনায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
এএফপির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সী এলিয়ান্থা হোয়াইট বিশ্বের শীর্ষ ক্রিকেটার এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীসহ শীর্ষ রাজনীতিকদের চিকিৎসা করেছেন। গত নভেম্বরে এলিয়ান্থা হোয়াইট দাবি করেন, শ্রীলঙ্কা এবং ভারতের বিভিন্ন নদীতে পড়া পানি ঢেলে তিনি করোনা মহামারি ঝেঁটিয়ে বিদায় করতে পারবেন।
২০১০ সালে ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার হাঁটুর ইনজুরিতে পড়ার পর চিকিৎসার জন্য এলিয়ান্থার শরণাপন্ন হন। পরে টেন্ডুলকার দাবি করেছিলেন, ওই চিকিৎসার কারণেই তিনি ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ডবল সেঞ্চুরি করতে পেরেছিলেন। এ ছাড়া গৌতম গম্ভীর এবং আশিস নেহরাসহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার এলিয়ান্থার কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
এলিয়ান্থার পরিবার জানিয়েছে, টিকা দেওয়ার সুযোগ পেলেও গ্রহণ করেননি তিনি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় তাঁকে স্বাস্থ্যবিধি মেনে সমাহিত করা হয়েছে।
তিনি বিখ্যাত ওঝা। জখম সারাতে তাঁর কাছ থেকে পড়াপানি নিয়েছে শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর ও আশিস নেহরার মতো সেলিব্রেটি। তিনি শ্রীলঙ্কার বিখ্যাত ওঝা এলিয়ান্থা হোয়াইট। এই ‘অব্যর্থ’ পড়াপানি দিয়েই ঠেকিয়ে দিতে চেয়েছিলেন করোনা মহামারি। কিন্তু নিজেই মারা গেলেন করোনায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
এএফপির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সী এলিয়ান্থা হোয়াইট বিশ্বের শীর্ষ ক্রিকেটার এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীসহ শীর্ষ রাজনীতিকদের চিকিৎসা করেছেন। গত নভেম্বরে এলিয়ান্থা হোয়াইট দাবি করেন, শ্রীলঙ্কা এবং ভারতের বিভিন্ন নদীতে পড়া পানি ঢেলে তিনি করোনা মহামারি ঝেঁটিয়ে বিদায় করতে পারবেন।
২০১০ সালে ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার হাঁটুর ইনজুরিতে পড়ার পর চিকিৎসার জন্য এলিয়ান্থার শরণাপন্ন হন। পরে টেন্ডুলকার দাবি করেছিলেন, ওই চিকিৎসার কারণেই তিনি ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ডবল সেঞ্চুরি করতে পেরেছিলেন। এ ছাড়া গৌতম গম্ভীর এবং আশিস নেহরাসহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার এলিয়ান্থার কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
এলিয়ান্থার পরিবার জানিয়েছে, টিকা দেওয়ার সুযোগ পেলেও গ্রহণ করেননি তিনি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় তাঁকে স্বাস্থ্যবিধি মেনে সমাহিত করা হয়েছে।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৬ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৮ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৯ ঘণ্টা আগে