Ajker Patrika

রাশিয়ার বিরুদ্ধে সুইফট নিষেধাজ্ঞায় যোগ দিলো দক্ষিণ কোরিয়া

রাশিয়ার বিরুদ্ধে সুইফট নিষেধাজ্ঞায় যোগ দিলো দক্ষিণ কোরিয়া

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবার সেই দলে যোগ দিলো দক্ষিণ কোরিয়া। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইফট নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। 

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করার জন্য পশ্চিমা দেশগুলো যে পদক্ষেপ নিয়েছে তাতে দক্ষিণ কোরিয়াও যোগ দিতে সম্মত হয়েছে।

এর আগে পশ্চিমা দেশগুলোর নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘রুশ বাহিনী যেহেতু কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে তাণ্ডব চালাচ্ছে, সেহেতু আমরা রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগির আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত