Ajker Patrika

আফগানিস্তান থেকে মার্কিন এবং ন্যাটো সেনা প্রত্যাহার শুরু

আপডেট : ০৩ মে ২০২১, ১৩: ৪৪
আফগানিস্তান থেকে মার্কিন এবং ন্যাটো সেনা প্রত্যাহার শুরু

ঢাকা:  আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটো।  গতকাল শনিবার থেকে এই সেনা প্রত্যহার শুরু হয়।

যুক্তরাষ্ট্র ও নেটো সামরিক জোট প্রায় ২০ বছর ধরে আফগানিস্তানে তাদের উপস্থিতি বজায় রেখেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,  ১ মে, শনিবার শুরু হওয়া সেনা প্রত্যাহার পর্ব আগামী ১১ সেপ্টেম্বর শেষ করার কথা রয়েছে। আফগানিস্তানজুড়ে সহিংসতা বৃদ্ধির মধ্যেই এ সেনা প্রত্যাহার শুরু হল।  

গত বছর আফগানিস্তানের  জঙ্গি গোষ্ঠী তালেবানের  সঙ্গে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ১ মে-র মধ্যে বিদেশি বাহিনীগুলো আফগানিস্তানে ছাড়বে এমন প্রতিশ্রুতির বিনিময়ে আন্তর্জাতিক সেনাদের ওপর হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছিল তালেবান।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ১ মে থেকে শুরু হবে সেনা প্রত্যাহার। আর এটি শেষ হবে ১১ সেপ্টেম্বরের মধ্যে।  তখন বাইডেন বলেছিলেন, আফগানিস্তান  ‘চিরকালীন যুদ্ধ’  শেষ করতে চান তিনি।

প্রসঙ্গত, ৯/১১ হামলার ২০ বছর  পূর্তি হবে ১১ সেপ্টেম্বর।

এদিকে সেনা প্রত্যাহার দেরি হওয়ার তালেবানরা সতর্ক করে জানিয়েছে, আন্তর্জাতিক সেনাদের ওপর হামলা না করার যে চুক্তি এতদিন কার্যকর ছিল তার মেয়াদ ফুরনোয় তারা এর বাধ্যবাধকতা আর মেনে চলবে না।

এদিকে মার্কিন জেনারেল স্কট মিলারও সেনা প্রত্যাহারের মধ্যে হামলা চালানোর বিষয়ে  তালেবানদের সতর্ক করে  দিয়েছেন। একটি টুইট বার্তায় তিনি বলেন, কোনো ভুল করবেন না। আফগান  নিরাপত্তা বাহিনীকে সমর্থিত জোটের বিরুদ্ধে যে কোনো ধরণের হামলার জোরালো প্রতিক্রিয়া জানানোর সামরিক ক্ষমতা আমাদের রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত