Ajker Patrika

আফগানিস্তানে রাজনৈতিক সমাধান দরকার

আজকের পত্রিকা ডেস্ক
আফগানিস্তানে রাজনৈতিক সমাধান দরকার

আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবেশী সাতটি দেশের পররাষ্ট্র মন্ত্রীরা গত বুধবার ইরানে বৈঠক করেছেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দেশটির দীর্ঘ দিনের সমস্যা সমাধানে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। এ জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সব পক্ষ নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে সুপারিশ করা হয়েছে। তবে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে সম্মত হয়েছে দেশগুলো। 

আফগানিস্তানের টিওএলও নিউজ জানায়, ইরান, চীন, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমিনিস্তান, উজবেকিস্তান এবং রাশিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের অবস্থার মৌলিক পরিবর্তন হয়েছে। তাই দেশটির জাতীয় নিরাপত্তা, রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ঐক্যের বিষয়ে সবাইকে সম্মান দেখাতে হবে। দেশটির বর্তমান রাজনৈতিক ও সামাজিক অবস্থা খারাপ হলেও তা পরিবর্তনের করণীয় সম্পর্কে জনগণ ধীরে ধীরে বুঝতে পারবে। 

এদিকে ২০ বছরের যুদ্ধ শেষে নিজেদের এলোমেলো প্রত্যাহার প্রক্রিয়া খতিয়ে দেখতে কাজ শুরু করেছে  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার বিষয়টি স্বীকার করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেন, আফগান বিষয়ে আমাদের পেছনে ফিরে দেখার সময় হয়েছে। উত্থাপিত সব প্রশ্ন ও সমালোচনা খতিয়ে দেখতে হবে। এ ধরনের পর্যালোচনা ভবিষ্যৎ আফগান নীতি নির্ধারণে আমাদের সহায়তা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

যারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত