Ajker Patrika

যুদ্ধ শেষ, শিগগির নতুন সরকার: তালেবান মুখপাত্র

আজকের পত্রিকা ডেস্ক
যুদ্ধ শেষ, শিগগির নতুন সরকার: তালেবান মুখপাত্র

কাবুলের উত্তরাঞ্চলের ছোট্ট প্রদেশ পানশির দখলে নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে পুরো আফগানিস্তান তাদের দখলে এল। গতকাল সোমবার সকালে তালেবানের এ সংক্রান্ত এক বিবৃতির পর কাবুলে  সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন দলটির মুখপাত্র জাবিয়ুল্লাহ মুজাহিদ। এতে আফগানিস্তানে যুদ্ধ শেষ এবং শিগগির মধ্যবর্তী সরকারের ঘোষণা আসবে বলে জানান তিনি। দেশটির টোলো নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

জাবিয়ুল্লাহ মুজাহিদ বলেন, দেশে কোথাও কোনো যুদ্ধ নেই। শিগগিরই মধ্যবর্তী সরকারের ঘোষণা আসবে। এটা বিভিন্ন সংস্কার ও পরিবর্তন নিয়ে কাজ করবে।

পানশির প্রসঙ্গে তিনি বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছিলাম; কিন্তু তা সম্ভব হয়নি। তবে পানশির অধিবাসীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন। প্রসঙ্গত, তালেবানের অধিকাংশ নেতা জাতিগতভাবে পশতুন। আর পানশিরের সিংহভাগ নাগরিক তাজিক।

‘আক্রমণকারীরা’ আফগানিস্তান পুনর্গঠনে কখনো মনোযোগ দেয়নি জানিয়ে তিনি বলেন, জনগণকে নিয়ে এসব কাজ সম্পন্ন করা হবে। সারা বিশ্বের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে। চীন বড় অর্থনীতি। তারা আমাদের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তা ছাড়া, তালেবান সদস্যের পাশাপাশি আগের সশস্ত্র বাহিনীর সদস্যরাও চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানান জাবিয়ুল্লাহ।

পাকিস্তান গোয়েন্দা (আইএসআই) প্রধানের কাবুল সফর সম্পর্ক জাবিয়ুল্লাহ বলেন, কাবুলে প্রতিনিধি দল পাঠাতে ইসলামাবাদ আমাদের খুব অনুরোধ করছিল। এ অবস্থায় আমরা রাজি হয়েছি।

সফরে অস্টিন ও ব্লিনকেন
পরিবর্তিত আফগান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান ঢেলে সাজাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এর অংশ হিসেবে গত রোববার সৌদি আরব, কাতার, বাহরাইন ও কুয়েত সফর শুরু করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আর চলতি সপ্তাহে জার্মানি ও কাতার যাবেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। সফরে তাঁরা আফগানিস্তান নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করবেন। ইতিপূর্বে একই ধরনের উদ্দেশ্যে কাতার ও পাকিস্তান সফর করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

আত্মহত্যা খতিয়ে দেখছে যুক্তরাজ্য
রয়টার্সের তথ্য, আফগানিস্তানে মোট বিদেশি সেনা মারা গেছে সাড়ে তিন হাজার, যার ১৩ শতাংশ বা ৪৫৭ জন ব্রিটিশ। এ অবস্থায় নিজেদের আফগান ত্যাগের আগেই প্রায় পুরো আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। সবকিছু মিলিয়ে আত্মগ্লানিতে সম্প্রতি কিছু শীর্ষ ব্রিটিশ সেনা কর্মকর্তার আত্মহত্যার খবর বেরিয়েছে। বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত