অনলাইন ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক দূতাবাস এলাকায় হামলা চালানোর পরিকল্পনাকারী জঙ্গিগোষ্ঠী আইএসের শীর্ষ এক নেতাকে হত্যা করেছে তালেবান। একজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নাটকীয়ভাবে কমেছে। কিন্তু গত বছর আইএসের হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করে।
গত রোববার রাতে রাজধানী কাবুলে জঙ্গিবিরোধী অভিযান চালায় তালেবান বাহিনী। সেই অভিযানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে আঞ্চলিক আইএসের ‘গোয়েন্দা ও অপারেশনস প্রধান’ ক্বারি ফাতেহ নিহত হয়েছেন। এ ছাড়া খায়ের খানা এলাকায় অভিযানে নিহত হয়েছেন আরও এক আইএস জঙ্গি।
তালেবান মুখপাত্র বলেন, ক্বারি ফাতেহ কাবুলে কূটনৈতিক দূতাবাস, মসজিদ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক হামলার পরিকল্পনা করেছিল। এই হামলার পরিকল্পনার তিনি ছিলেন প্রধান।
২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে ফাতেহকে আইএসের একজন শীর্ষ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারত, ইরান ও মধ্য এশিয়ার বিস্তৃত এলাকায় সামরিক অভিযানের অভিযোগ আনা হয়।
আফগানিস্তানে তালেবান শাসনের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে আইএস। বিদেশি, ধর্মীয় সংখ্যালঘু এবং সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।
গত ডিসেম্বরে কাবুলের একটি হোটেলে বন্দুক হামলার দায় স্বীকার করে আইএস। ওই হামলায় পাঁচ চীনা নাগরিক আহত হন। এ ছাড়া একই মাসে কাবুলে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে হামলা চালায় জঙ্গিগোষ্ঠীটি। আর জানুয়ারিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়। এই হামলারও দায় স্বীকার করে আইএস।
আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক দূতাবাস এলাকায় হামলা চালানোর পরিকল্পনাকারী জঙ্গিগোষ্ঠী আইএসের শীর্ষ এক নেতাকে হত্যা করেছে তালেবান। একজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নাটকীয়ভাবে কমেছে। কিন্তু গত বছর আইএসের হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করে।
গত রোববার রাতে রাজধানী কাবুলে জঙ্গিবিরোধী অভিযান চালায় তালেবান বাহিনী। সেই অভিযানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে আঞ্চলিক আইএসের ‘গোয়েন্দা ও অপারেশনস প্রধান’ ক্বারি ফাতেহ নিহত হয়েছেন। এ ছাড়া খায়ের খানা এলাকায় অভিযানে নিহত হয়েছেন আরও এক আইএস জঙ্গি।
তালেবান মুখপাত্র বলেন, ক্বারি ফাতেহ কাবুলে কূটনৈতিক দূতাবাস, মসজিদ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক হামলার পরিকল্পনা করেছিল। এই হামলার পরিকল্পনার তিনি ছিলেন প্রধান।
২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে ফাতেহকে আইএসের একজন শীর্ষ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারত, ইরান ও মধ্য এশিয়ার বিস্তৃত এলাকায় সামরিক অভিযানের অভিযোগ আনা হয়।
আফগানিস্তানে তালেবান শাসনের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে আইএস। বিদেশি, ধর্মীয় সংখ্যালঘু এবং সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।
গত ডিসেম্বরে কাবুলের একটি হোটেলে বন্দুক হামলার দায় স্বীকার করে আইএস। ওই হামলায় পাঁচ চীনা নাগরিক আহত হন। এ ছাড়া একই মাসে কাবুলে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে হামলা চালায় জঙ্গিগোষ্ঠীটি। আর জানুয়ারিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়। এই হামলারও দায় স্বীকার করে আইএস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন।’ এ ছাড়াও তিনি জেলেনস্কিকে ‘কৃতজ্ঞতা’ স্বীকার না করার জন্য তিরস্কার করেছেন। ওভাল অফিসে ট্রাম্প, জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
২ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মাত্র এক সপ্তাহের মধ্যেই এটি হোয়াইট হাউসে তৃতীয় রাষ্ট্রপ্রধানের সফর। তাই আনুষ্ঠানিকতার পর্বও ছিল যথারীতি।
৪ ঘণ্টা আগেতাইওয়ানের বার্ষিক সামরিক মহড়া হান কুয়াংয়ের পরিধি বাড়ানোর খবরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উ কিয়ান বলেন, ‘এটি পরিস্থিতি, জনমত ও শক্তির তুলনায় একটি ভুল হিসাব। এমনভাবে সামনে এগোনো অত্যন্ত বিপজ্জনক। আমরা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষকে সতর্ক করছি, ঝাঁটার সাহায্যে জোয়ারের মুখে দাঁড়ানো..
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, আজ শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। এই সাক্ষাতে একটি খনিজ সম্পদ বিষয়ক চুক্তিতে স্বাক্ষর হতে পারে। এ অবস্থায় দুই নেতার আলোচনার ফলাফল কী হয় জানতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে...
৪ ঘণ্টা আগে