Ajker Patrika

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো একুইনো মারা গেছেন

আপডেট : ২৪ জুন ২০২১, ১৪: ১৩
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো একুইনো মারা গেছেন

ঢাকা: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো একুইনো (৬১) মারা গেছেন। তিনি ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে। 

বেনিগনো একুইনো ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। 

এবিএস-সিবিএন নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাঁচ মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। কিছুদিন আগেই তাঁর হার্টের অপারেশন হয়েছিল। 

এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মারভিক লিওনেন বলেছেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি আজ সকালেই সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো একুইনোর মৃত্যুর খবর পেয়েছি।’ 

বিবৃতিতে মারভিক লিওনেন আরও বলেন, ‘আমি তাঁকে একজন দয়ালু মানুষ হিসেবে চিনেছি। তিনি দেশের মানুষের সেবা করে গেছেন। আমি তাঁকে খুবই সম্মান এবং সততার সঙ্গে নিজের উপাধি বহন করতে দেখেছি।’ 

উল্লেখ্য, বেনিগনো একুইনোর মা কোরাজন একুইনো ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট। বাবা বেনিগনো একুইনো জুনিয়র ছিলেন দেশটির সাবেক সিনেটর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত