Ajker Patrika

অবসরের ঘোষণা দুতার্তের 

অবসরের ঘোষণা দুতার্তের 

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। আজ শনিবার তিনি এমনটি জানিয়েছেন।

দুতার্তে জানিয়েছেন, আগামী ২০২২ সালের  প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্টের পদেও দাঁড়াবেন না তিনি।    

এ প্রসঙ্গে দুতার্তে বলেন , আমি নির্বাচন থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ফিলিপিনোদের অনুভূতি হল যে আমি যোগ্য নই । আমি দাঁড়ালে এটি সংবিধান পরিপন্থী হবে।  

২০১৬ সালেও বিপুল ভোটে ফিলিপাইনের প্রেসিডেন্ট হন দুতার্তে। তখন মাদকের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সংবিধান অনুযায়ী, দুতার্তে  দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না।

কী কারণে দুতার্তে রাজনীতি ছাড়ছেন তা তিনি নির্দিষ্ট করে বলেননি।  ধারণা করা হচ্ছে, নিজের মেয়ে সারাকে সুযোগ করে দিতেই রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন । 

ফিলিপাইনের ক্ষমতায় বসার ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে অন্তত সাত হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন রদ্রিগো দুতার্তে। পরে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অজ্ঞাত বন্দুকধারীদের হাতে তাদের মৃত্যু হয়েছে। চলতি বছরের জুনে ওই হত্যাকাণ্ডগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ আদালতে এ ব্যাপারে তদন্তের আবেদন করা হয়েছে। এ ছাড়া প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার পর বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে পারেন দুতার্তে।  বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিপাইনের মামলাগুলো থেকে নিরাপদে থাকতেই মেয়েকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান দুতার্তে। 

উল্লেখ্য, দুতার্তের মেয়ে সারা বর্তমানে ডাভাও শহরের মেয়র। এর আগে সারা জানিয়েছিলেন, তাঁর বাবা ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়ালে নির্বাচনে অংশ নেবেন না তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত