তাজিকিস্তানে আফগান সীমান্তের কাছে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চীন। আফগানিস্তানের তালেবান সরকারের চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নজরদারি চালানোর সক্ষমতা নিয়ে উদ্বেগের মাঝে তাজিকিস্তানে চীনের পুলিশি ঘাঁটি নির্মাণের খবর এল। আজ বৃহস্পতিবার তাজিকিস্তানের একজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দারিদ্র্যপীড়িত তাজিকিস্তান এবং চীনের মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার ইঙ্গিত মিলছে চীনের এই উদ্যোগে। সাবেক-সোভিয়েত ভুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তাজিকিস্তানে চীনের আরও একটি ঘাঁটি রয়েছে।
তাজিকিস্তানের সংসদের নিম্ন কক্ষের একজন মুখপাত্র সংসদ সদস্য তাজিকিস্তানে চীনের পুলিশি ঘাঁটি নির্মাণের অনুমোদন দিয়েছে। তাজিকিস্তানের পার্বত্য গোর্নো-বাদাখশান প্রদেশের ইশকাশিম জেলায় এই ঘাঁটি করার পরিকল্পনা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, চীনের অর্থায়নে পুরো নির্মাণ কাজ হবে। ঘাঁটি নির্মাণের পর সেটি তাজিকিস্তানের পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই ঘাঁটি নির্মাণের জন্য ৮৫ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করছে চীন
এ নিয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, আপনি যে পরিস্থিতির কথা বলেছেন, আমি সে সম্পর্কে অবগত নই।
আফগানিস্তান দখলের পর তালেবানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইছে চীন। এরই মধ্যে উইঘুর মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় না দেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
তাজিকিস্তানে আফগান সীমান্তের কাছে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চীন। আফগানিস্তানের তালেবান সরকারের চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নজরদারি চালানোর সক্ষমতা নিয়ে উদ্বেগের মাঝে তাজিকিস্তানে চীনের পুলিশি ঘাঁটি নির্মাণের খবর এল। আজ বৃহস্পতিবার তাজিকিস্তানের একজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দারিদ্র্যপীড়িত তাজিকিস্তান এবং চীনের মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার ইঙ্গিত মিলছে চীনের এই উদ্যোগে। সাবেক-সোভিয়েত ভুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তাজিকিস্তানে চীনের আরও একটি ঘাঁটি রয়েছে।
তাজিকিস্তানের সংসদের নিম্ন কক্ষের একজন মুখপাত্র সংসদ সদস্য তাজিকিস্তানে চীনের পুলিশি ঘাঁটি নির্মাণের অনুমোদন দিয়েছে। তাজিকিস্তানের পার্বত্য গোর্নো-বাদাখশান প্রদেশের ইশকাশিম জেলায় এই ঘাঁটি করার পরিকল্পনা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, চীনের অর্থায়নে পুরো নির্মাণ কাজ হবে। ঘাঁটি নির্মাণের পর সেটি তাজিকিস্তানের পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই ঘাঁটি নির্মাণের জন্য ৮৫ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করছে চীন
এ নিয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, আপনি যে পরিস্থিতির কথা বলেছেন, আমি সে সম্পর্কে অবগত নই।
আফগানিস্তান দখলের পর তালেবানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইছে চীন। এরই মধ্যে উইঘুর মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় না দেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
নেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
৪২ মিনিট আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
২ ঘণ্টা আগেহিমালয়কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেনেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
৫ ঘণ্টা আগে