অনলাইন ডেস্ক
গত দুই মাসে আফগানিস্তানে বিভিন্ন ঘটনায় অন্তত আটজন পশ্চিমা নাগরিককে তালেবানরা আটক করেছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে সাতজন ব্রিটিশ এবং এজন মার্কিন নাগরিক রয়েছেন। আফগানিস্তানে বসবাসকারী পশ্চিমাদের বিরুদ্ধে তালেবানদের তৎপরতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
এদিকে আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ তালেবানের বিরুদ্ধে নয়জন পশ্চিমা নাগরিককে অপহরণ করার অভিযোগ করেছেন। টুইটারে নিজের অ্যাকাউন্টে তিনি লিখেছেন, তালেবানরা অন্তত নয়জন পশ্চিমা নাগরিককে অপহরণ করেছে। এর মধ্যে বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু নর্থ এবং সিএনএনের সাংবাদিক পিটার জুভেনাল রয়েছেন। এঁরা দুজনই ব্রিটিশ নাগরিক।
তবে কী কারণে এই নাগরিকদের আটক করা হয়েছে তা স্পষ্ট নয়। জুভেনালের আটকের বিষয়টি তাঁর পরিবার এবং বন্ধুরা সিএনএনকে নিশ্চিত করেছে।
পিটার জুভেনাল ছিলেন ব্রিটিশ-জার্মান দ্বৈত নাগরিক। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, পিটার একজন ফ্রিল্যান্স সাংবাদিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে চল্লিশ বছরেরও বেশি সময় আফগানিস্তানে যাওয়া-আসা করছিলেন। তিনি একজন মুসলিম এবং একজন আফগান নারীকে বিয়ে করেছেন। তাঁদের তিনটি মেয়ে আছে। তিনি অন্য যেকোনো বিদেশির চেয়ে আফগানিস্তানকে ভালোভাবে চেনেন। তাঁকে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে। এমনকি তাঁর পরিবার বা আইনজীবীরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
পিটারের পরিবার মনে করছে, তাঁকে ভুলক্রমে আটক করা হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দায়িত্বে উত্তর আফগানিস্তানে চাকরি করতেন অ্যান্ড্রু নর্থ। গত শুক্রবার ইউএনএইচসিআর তাঁর পরিস্থিতি সম্পর্কে টুইটারে লিখেছে, ‘আমরা অন্যদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এ ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করতে রাজি নই।’
গত দুই মাসে আফগানিস্তানে বিভিন্ন ঘটনায় অন্তত আটজন পশ্চিমা নাগরিককে তালেবানরা আটক করেছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে সাতজন ব্রিটিশ এবং এজন মার্কিন নাগরিক রয়েছেন। আফগানিস্তানে বসবাসকারী পশ্চিমাদের বিরুদ্ধে তালেবানদের তৎপরতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
এদিকে আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ তালেবানের বিরুদ্ধে নয়জন পশ্চিমা নাগরিককে অপহরণ করার অভিযোগ করেছেন। টুইটারে নিজের অ্যাকাউন্টে তিনি লিখেছেন, তালেবানরা অন্তত নয়জন পশ্চিমা নাগরিককে অপহরণ করেছে। এর মধ্যে বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু নর্থ এবং সিএনএনের সাংবাদিক পিটার জুভেনাল রয়েছেন। এঁরা দুজনই ব্রিটিশ নাগরিক।
তবে কী কারণে এই নাগরিকদের আটক করা হয়েছে তা স্পষ্ট নয়। জুভেনালের আটকের বিষয়টি তাঁর পরিবার এবং বন্ধুরা সিএনএনকে নিশ্চিত করেছে।
পিটার জুভেনাল ছিলেন ব্রিটিশ-জার্মান দ্বৈত নাগরিক। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, পিটার একজন ফ্রিল্যান্স সাংবাদিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে চল্লিশ বছরেরও বেশি সময় আফগানিস্তানে যাওয়া-আসা করছিলেন। তিনি একজন মুসলিম এবং একজন আফগান নারীকে বিয়ে করেছেন। তাঁদের তিনটি মেয়ে আছে। তিনি অন্য যেকোনো বিদেশির চেয়ে আফগানিস্তানকে ভালোভাবে চেনেন। তাঁকে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে। এমনকি তাঁর পরিবার বা আইনজীবীরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
পিটারের পরিবার মনে করছে, তাঁকে ভুলক্রমে আটক করা হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দায়িত্বে উত্তর আফগানিস্তানে চাকরি করতেন অ্যান্ড্রু নর্থ। গত শুক্রবার ইউএনএইচসিআর তাঁর পরিস্থিতি সম্পর্কে টুইটারে লিখেছে, ‘আমরা অন্যদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এ ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করতে রাজি নই।’
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৪৩ মিনিট আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৬ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৮ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১০ ঘণ্টা আগে