Ajker Patrika

ফিলিপাইনে টাইফুনের আঘাতে ১২ জনের মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৯
ফিলিপাইনে টাইফুনের আঘাতে ১২ জনের মৃত্যু

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাইয়ের আঘাতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ভোর ৫টায় সুপার টাইফুন রাই ফিলিপিন্সে আঘাত হানে। টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।  

ফিলিপাইনে অবকাশ যাপনের জন্য বিখ্যাত দ্বীপ সিয়ারগাঁও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ টাইফুনে। জাতিসংঘ বলছে, টাইফুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ। 

ফিলিপাইনের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের প্রধান নির্বাহী রিকার্ডো জালাদ বলেছেন, এই অঞ্চলে এখন পর্যন্ত পর্যবেক্ষণ করা বা প্রাথমিক হতাহতের সংখ্যা মোট ১২।

সংস্থাটি জানিয়েছে, টাইফুনের আঘাতে গাছ উপড়ে গেছে, সেতু ও ভবন বিধ্বস্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত