প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি এবার অর্থমন্ত্রীর দায়িত্বও সামলাবেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বুধবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে তাঁকে দেশটির অর্থমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অর্থমন্ত্রী, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় নীতিমালা প্রণয়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে তাঁকে শপথ পাঠ করিয়েছেন।
দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট এবং তার সূত্র ধরে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যেই তাঁকে এই দুই সংকট মোকাবিলায় সামনে আনা হলো। এদিকে, অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় রনিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে শ্রীলঙ্কার বেইলআউট আলোচনায় নেতৃত্ব দেবেন।
এর আগে, গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার অর্থনৈতিক খাত পুনরুদ্ধারে নিজের পরিকল্পনা তুলে ধরেন রনিল। এ সময় তিনি বলেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে। তাতে সরকারি ব্যয় অনেক কমে আসবে। কাটছাঁট করা হবে সরকারি ব্যয়ের খাত। তাঁর পরিকল্পনা ঘোষণার মাত্র একদিনের মাথায় তাঁকে দেশটির অর্থমন্ত্রীর পদেও নিয়োগ দেওয়া হলো।
ওই সাক্ষাৎকারে রনিল বিক্রমাসিংহে বলেছিলেন, তিনি আইএমএফের কাছ থেকে একটি টেকসই ঋণের প্যাকেজ প্রত্যাশা করছেন। এ ছাড়া, তিনি নতুন বিনিয়োগ টানতে দেশটিতে অবকাঠামোগত সংস্কার করবেন বলেও জানান।
এদিকে, আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে শ্রীলঙ্কার নেতৃবৃন্দের প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। চলতি সপ্তাহের শুরুতে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছিলেন, তাঁরা শ্রীলঙ্কার নীতি নির্ধারকদের সঙ্গে এই পরিস্থিতি উত্তরণে টেকনিক্যাল ইস্যুতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি এবার অর্থমন্ত্রীর দায়িত্বও সামলাবেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বুধবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে তাঁকে দেশটির অর্থমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অর্থমন্ত্রী, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় নীতিমালা প্রণয়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে তাঁকে শপথ পাঠ করিয়েছেন।
দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট এবং তার সূত্র ধরে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যেই তাঁকে এই দুই সংকট মোকাবিলায় সামনে আনা হলো। এদিকে, অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় রনিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে শ্রীলঙ্কার বেইলআউট আলোচনায় নেতৃত্ব দেবেন।
এর আগে, গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার অর্থনৈতিক খাত পুনরুদ্ধারে নিজের পরিকল্পনা তুলে ধরেন রনিল। এ সময় তিনি বলেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে। তাতে সরকারি ব্যয় অনেক কমে আসবে। কাটছাঁট করা হবে সরকারি ব্যয়ের খাত। তাঁর পরিকল্পনা ঘোষণার মাত্র একদিনের মাথায় তাঁকে দেশটির অর্থমন্ত্রীর পদেও নিয়োগ দেওয়া হলো।
ওই সাক্ষাৎকারে রনিল বিক্রমাসিংহে বলেছিলেন, তিনি আইএমএফের কাছ থেকে একটি টেকসই ঋণের প্যাকেজ প্রত্যাশা করছেন। এ ছাড়া, তিনি নতুন বিনিয়োগ টানতে দেশটিতে অবকাঠামোগত সংস্কার করবেন বলেও জানান।
এদিকে, আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে শ্রীলঙ্কার নেতৃবৃন্দের প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। চলতি সপ্তাহের শুরুতে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছিলেন, তাঁরা শ্রীলঙ্কার নীতি নির্ধারকদের সঙ্গে এই পরিস্থিতি উত্তরণে টেকনিক্যাল ইস্যুতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দক্ষিণ আফ্রিকায় চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করানোর অভিনব এক প্রকল্প চালু করেছেন বিজ্ঞানীরা। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জানিয়েছে, এই পদ্ধতিতে গন্ডারদের কোনো ক্ষতি হবে না।
৬ ঘণ্টা আগেপ্রবাদ আছে, ‘চোরের দশ দিন গেরস্তের এক দিন।’ ঠিক এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। স্থানীয় পুলিশ এক ‘লুটেরা দুলহান’কে (প্রতারক কনে) গ্রেপ্তার করেছে। যাঁর বিরুদ্ধে এক-দুজন নয়, আটজন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও জেডিএসের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বেঙ্গালুরুর একটি আদালত দীর্ঘ ১৪ মাস ধরে চলা এই মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে কার্যত তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বলে মনে করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেআন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে নয়াদিল্লির ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফনীতি, রুশ তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বে সমালোচনা, এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি নিয়ে দ্বিধা, ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে ফিরিয়ে আনার মানবিক ইস্যু এবং এর পাশাপাশি কোয়াড ও চীন-পাকিস্তান ঘিরে ক
৯ ঘণ্টা আগে