Ajker Patrika

অস্ট্রেলিয়ার বুনো প্রান্তরে ১২ দিন নিখোঁজ, কারণ জানালেন জার্মান নারী পর্যটক

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২১: ২৩
জার্মান ব্যাকপ্যাকার ক্যারোলিনা উইলগা। ছবি: সিএনএন
জার্মান ব্যাকপ্যাকার ক্যারোলিনা উইলগা। ছবি: সিএনএন

অস্ট্রেলিয়ার দুর্গম বনের মধ্যে ১২ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হওয়া জার্মান ব্যাকপ্যাকার ক্যারোলিনা উইলগা বলেছেন, ‘আমি বেঁচে আছি—এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

২৬ বছর বয়সী উইলগাকে গত শুক্রবার জীবিত উদ্ধার করা হয়। আজ সোমবার পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশ বাহিনীর মাধ্যমে তিনি প্রথমবারের মতো একটি বিবৃতি প্রকাশ করেছেন। উইলগা জানান, গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। ফলে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে গাড়ি থেকে নেমে বনের মধ্যে হারিয়ে যান তিনি।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গত বৃহস্পতিবার পুলিশের একটি হেলিকপ্টার পশ্চিম অস্ট্রেলিয়ার কারাউন হিল নেচার রিজার্ভে উইলগার গাড়িটি খুঁজে পায়। বিকন শহর থেকে স্থানটি ৩৬ কিলোমিটার উত্তরে অবস্থিত।

উইলগা লিখেছেন, ‘অনেকে ভাবতে পারেন, আমার কাছে পানি, খাবার ও পোশাক থাকার পরও কেন গাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। এর কারণ, আমি দুর্ঘটনায় পড়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে নিচে পড়ে যাই। এতে আমার মাথায় গুরুতর আঘাত লাগে। সেই আঘাতের ধাক্কায় আমি বিভ্রান্ত হয়ে গাড়ি ফেলে চলে যাই এবং পথ হারাই।’

তিনি আরও লিখেছেন, ‘আমার হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার খোঁজ করেছেন, আমাকে বিশ্বাস করেছেন, আশা ছাড়েননি। সেই বিশ্বাসই ছিল আমার অন্ধকার সময়ে এগিয়ে চলার একমাত্র শক্তি।’

এপি জানায়, গত শুক্রবার সন্ধ্যায় এক পথচারী উইলগাকে বুনো পথে হেঁটে যেতে দেখে পুলিশকে জানান।

পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের ইন্সপেক্টর মার্টিন গ্লিন জানান, উইলগা তখন ভঙ্গুর মানসিক ও শারীরিক অবস্থায় ছিলেন। তবে গুরুতর আহত ছিলেন না। পরে তাঁকে দ্রুত পার্থ শহরের একটি হাসপাতালে নেওয়া হয়।

গ্লিন বলেন, ‘সে অবিশ্বাস্য পরিস্থিতিতেও বেঁচে ছিল। গাছপালা ও বন্য প্রাণী—উভয় কারণেই ওই এলাকা প্রাকৃতিকভাবে অত্যন্ত কঠিন। এমন পরিবেশে টিকে থাকা সত্যিই কঠিন এক চ্যালেঞ্জ।’

উল্লেখ্য, কারাউন হিল নেচার রিজার্ভের বিস্তৃতি তিন লাখ হেক্টরের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত