দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উড়োজাহাজ দুটি দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটির কাছেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া দুটি উড়োজাহাজই দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি কেটি-১ সিরিজের প্রশিক্ষণ উড়োজাহাজ। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির বিমানবাহিনীর কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, উড়োজাহাজ দুটি তাঁদের একটি ঘাঁটির কাছে বিধ্বস্ত হয় এবং এতে চারজন নিহত হন। কর্মকর্তারা আরও জানান, উড়োজাহাজ দুটি দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের একটি বিমানঘাঁটি থেকে একটির পর একটি উড্ডয়ন করে। প্রথম উড়োজাহাজটি উড্ডয়নের প্রায় পাঁচ মিনিট পরে সাচিওন ঘাঁটি থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে দ্বিতীয় উড়োজাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুই ব্যক্তি—একজন প্রশিক্ষক পাইলট এবং একজন প্রশিক্ষক দুটি কেটি-১ উড়োজাহাজের প্রতিটিতে ছিলেন। বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, চারজনই উড়োজাহাজ থেকে বের হয়ে গেলেও পরে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত চারজনের দুজন ফার্স্ট লেফটেন্যান্ট এবং তাদের প্রশিক্ষক হিসেবে চিহ্নিত, দুজনেই বিমানবাহিনীর বেসামরিক কর্মচারী।
বিমানবাহিনী বলেছে, তারা সংঘর্ষের কারণ অনুসন্ধান করতে একটি টাস্কফোর্স গঠন করবে। স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ১৩০ জন সৈন্য, ৯৫ জন পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও তিনটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে অনুসন্ধান শুরু করেছে।
বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার ফলে মাটিতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। তবে কোনো বেসামরিক সম্পত্তির ক্ষতি হয়েছে কি না, তা নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে।
সাচিওনের পুলিশ কর্মকর্তা লি সিওং-গাইয়ং বলেছেন, ‘একটি যাত্রীবাহী গাড়িও উড়োজাহাজ দুটির ধ্বংসস্তূপের সঙ্গে সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয়েছে।’
দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উড়োজাহাজ দুটি দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটির কাছেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া দুটি উড়োজাহাজই দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি কেটি-১ সিরিজের প্রশিক্ষণ উড়োজাহাজ। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির বিমানবাহিনীর কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, উড়োজাহাজ দুটি তাঁদের একটি ঘাঁটির কাছে বিধ্বস্ত হয় এবং এতে চারজন নিহত হন। কর্মকর্তারা আরও জানান, উড়োজাহাজ দুটি দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের একটি বিমানঘাঁটি থেকে একটির পর একটি উড্ডয়ন করে। প্রথম উড়োজাহাজটি উড্ডয়নের প্রায় পাঁচ মিনিট পরে সাচিওন ঘাঁটি থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে দ্বিতীয় উড়োজাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুই ব্যক্তি—একজন প্রশিক্ষক পাইলট এবং একজন প্রশিক্ষক দুটি কেটি-১ উড়োজাহাজের প্রতিটিতে ছিলেন। বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, চারজনই উড়োজাহাজ থেকে বের হয়ে গেলেও পরে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত চারজনের দুজন ফার্স্ট লেফটেন্যান্ট এবং তাদের প্রশিক্ষক হিসেবে চিহ্নিত, দুজনেই বিমানবাহিনীর বেসামরিক কর্মচারী।
বিমানবাহিনী বলেছে, তারা সংঘর্ষের কারণ অনুসন্ধান করতে একটি টাস্কফোর্স গঠন করবে। স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ১৩০ জন সৈন্য, ৯৫ জন পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও তিনটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে অনুসন্ধান শুরু করেছে।
বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার ফলে মাটিতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। তবে কোনো বেসামরিক সম্পত্তির ক্ষতি হয়েছে কি না, তা নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে।
সাচিওনের পুলিশ কর্মকর্তা লি সিওং-গাইয়ং বলেছেন, ‘একটি যাত্রীবাহী গাড়িও উড়োজাহাজ দুটির ধ্বংসস্তূপের সঙ্গে সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয়েছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরই ভারত সফর করবেন। এমনটাই জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়া সফররত দোভাল স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। তবে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আগস্টের শেষ দিকে এই
১ ঘণ্টা আগেদিল্লিতে এক ব্যক্তি সাধুর ছদ্মবেশে তাঁর সাবেক স্ত্রী কিরণ ঝাকে হাতুড়িপেটা করে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশ এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেডিকেল সেন্টার মালিকদের সমন্বয়কারী মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশিরা যান, তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপসাগরীয় দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি বোর্ড আছে, যা গালফ হেলথ কাউন্সিল নামে পরিচিত। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত
২ ঘণ্টা আগেগাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ত্রাণবাহী চারটি ট্রাক উল্টে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্ত ৩০ জন। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা গতকাল বুধবার জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে