Ajker Patrika

ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২০

ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২০

জাপানের রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৪১ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলের ৫ দশমিক ৯। ভূমিকম্পে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

এনএইচকের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী টোকিওর পূর্বাঞ্চলের চিবা শহরে। চিবার ৭৫ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হয়। টোকিওর বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। সামনের দিনগুলোতে আরও কম্পন অনুভূত হতে পারে। 

রেলওয়ের কর্মকর্তারা বলেছেন, 'ভূমিকম্পের পর সতর্কতা হিসেবে বুলেট এবং লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তবে পরে সেগুলো চালু করা হয়েছে।' 

ভূমিকম্পের সময় জরুরিভাবে ট্রেন থামাতে গিয়ে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে তিনজন আহত হয়েছেন বলে এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে। 

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সরকার একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে বলে জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 

উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্পের কারণে ধেয়ে আসা সুনামিতে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। এতে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত