Ajker Patrika

‘কেন এখন আফগানিস্তান ছাড়ছে অস্ট্রেলিয়া, কেনইবা এখানে ২০ বছর কাটাল’

আপডেট : ২৫ মে ২০২১, ২০: ৪১
‘কেন এখন আফগানিস্তান ছাড়ছে অস্ট্রেলিয়া, কেনইবা এখানে ২০ বছর কাটাল’

ঢাকা: সহিংসতার শঙ্কায় আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দেবে অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার এই দূতাবাসটি বন্ধ হয়ে যাবে বলে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আফগানিস্তান থেকে আন্তর্জাতিক সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই অস্ট্রেলিয়া সরকার এমন সিদ্ধান্ত নিল।

একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানে নিরাপত্তার পরিবেশ ক্রমবর্ধমানভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ান কূটনীতিকরা নিয়মিত আফগানিস্তান ভ্রমণ করবে।

আফগানিস্তান সরকার আশা করছে যে সংক্ষিপ্ত সময়ের জন্য দূতাবাস বন্ধ করবে অস্ট্রেলিয়া। একটি বিবৃতিতে আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়, দূতাবাস বন্ধ আমাদের জন্য উদ্বেগের। এমন পরিস্থিতিতে কিছু লোকের মনে যে প্রশ্ন আসতে পারে তা হলো: কেন অস্ট্রেলিয়া এমন পরিস্থিতিতে আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে এবং কেন এদেশে ২০ বছর কাটিয়েছে?

বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে সহিংসতা বেড়ে যেতে পারে।

গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানান। আফগানিস্তানে ন্যাটোর নয় হাজার ৬০০ সেনার মধ্যে আড়াই হাজারই যুক্তরাষ্ট্রের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত