ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ইসরায়েল দখল করে রাখেনি। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের বসতি স্থাপনের ‘সক্ষমতা’ থাকা উচিত বলেও মনে করেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ইসরায়েলকে সমর্থনকারী মার্কিন সংস্থা ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরায়েলে (সিইউএফআই) দেওয়া বক্তব্যে এ দাবি করেন তিনি।
নিজেকে ইসরায়েলপন্থি হিসেবে তুলে ধরতে রন ডিস্যান্টিস ইসরায়েলকে বর্জন করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রশ্নে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন।
রন ডিস্যান্টিস বলেন, ‘জুডিয়া ও সামারিয়া দখল করা ভূমি নয়। যেহেতু ভূখণ্ডটি বিতর্কিত তাই এ ভূমির ওপর ইসরায়েলের জোরালো দাবি রয়েছে।’ ‘জুডিয়া ও সামারিয়াতে নিজেদের শক্তিশালী সম্প্রদায়ের সম্প্রসারণে তাদের সব ধরনের অধিকার আছে,’ যোগ করেন তিনি।
এর আগেও ইসরায়েল নিয়ে একই ধরনের মনোভাবের কথা জানিয়েছিলেন ফ্লোরিডার এই গভর্নর। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নামার আগেও তিনি ইসরায়েলের প্রতি নিজের সমর্থনের কথা বলেছেন।
তার বিতর্কিত মন্তব্য যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক হতে পারে এমন প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, ‘স্টেট ডিপার্টমেন্ট কী ভাবল না ভাবল তা আমি পরোয়া করি না।’ গত বছরের নভেম্বরেও রন ডিস্যান্টিস বলেছিলেন, পশ্চিম তীর ‘অধিকৃত নয়, বিতর্কিত’।
উল্লেখ্য, পশ্চিম তীর ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের ভূখণ্ড কিন্তু ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল এটি ফিলিস্তিনের কাছ থেকে দখল করে নেয়। এর পর থেকেই সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে বসতি স্থাপন করে আসছে তেল আবিব।
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ইসরায়েল দখল করে রাখেনি। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের বসতি স্থাপনের ‘সক্ষমতা’ থাকা উচিত বলেও মনে করেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ইসরায়েলকে সমর্থনকারী মার্কিন সংস্থা ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরায়েলে (সিইউএফআই) দেওয়া বক্তব্যে এ দাবি করেন তিনি।
নিজেকে ইসরায়েলপন্থি হিসেবে তুলে ধরতে রন ডিস্যান্টিস ইসরায়েলকে বর্জন করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রশ্নে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন।
রন ডিস্যান্টিস বলেন, ‘জুডিয়া ও সামারিয়া দখল করা ভূমি নয়। যেহেতু ভূখণ্ডটি বিতর্কিত তাই এ ভূমির ওপর ইসরায়েলের জোরালো দাবি রয়েছে।’ ‘জুডিয়া ও সামারিয়াতে নিজেদের শক্তিশালী সম্প্রদায়ের সম্প্রসারণে তাদের সব ধরনের অধিকার আছে,’ যোগ করেন তিনি।
এর আগেও ইসরায়েল নিয়ে একই ধরনের মনোভাবের কথা জানিয়েছিলেন ফ্লোরিডার এই গভর্নর। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নামার আগেও তিনি ইসরায়েলের প্রতি নিজের সমর্থনের কথা বলেছেন।
তার বিতর্কিত মন্তব্য যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক হতে পারে এমন প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, ‘স্টেট ডিপার্টমেন্ট কী ভাবল না ভাবল তা আমি পরোয়া করি না।’ গত বছরের নভেম্বরেও রন ডিস্যান্টিস বলেছিলেন, পশ্চিম তীর ‘অধিকৃত নয়, বিতর্কিত’।
উল্লেখ্য, পশ্চিম তীর ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের ভূখণ্ড কিন্তু ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল এটি ফিলিস্তিনের কাছ থেকে দখল করে নেয়। এর পর থেকেই সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে বসতি স্থাপন করে আসছে তেল আবিব।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
৯ মিনিট আগেহিমালয়কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
৪১ মিনিট আগেনেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
৩ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
৩ ঘণ্টা আগে