অস্ট্রেলিয়ায় সিডনির উত্তরাঞ্চলের ৯টি সৈকত রহস্যময় গোলাকৃতির বস্তু ভেসে আসার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উত্তরাঞ্চলের বিচ কাউন্সিল ঘোষণা করেছে—ম্যানলি, ডি ওয়াই, লং রিফ, কুইন্সক্লিফ, ফ্রেশওয়াটার, নর্থ ও সাউথ কার্ল, নর্থ স্টেইন এবং নর্থ নারাবিন সৈকতগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
কাউন্সিল জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস এনভায়রনমেন্ট প্রোটেকশন অথরিটির (ইপিএ) সঙ্গে যৌথভাবে এই বলগুলো পরিষ্কার এবং পরীক্ষা করা হচ্ছে।
বলগুলো দেখতে সাধারণত মার্বেল আকৃতির এবং সাদা বা ধূসর রঙের। তবে কিছু কিছু বল বেশ বড় আকারের। সিডনি ওয়াটারের একজন মুখপাত্র এগুলোকে ‘গ্রিজ বল’ বলে উল্লেখ করেছেন।
এদিকে অস্বাভাবিক এমন ঘটনায় কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাঞ্চলীয় বিচের মেয়র সু হেইন্স। তিনি বলেছেন, ‘আমরা এখনো জানি না এটা কী। তবে এটি নিশ্চিতভাবেই চিন্তার বিষয়।’
মেয়র আরও বলেন, ‘কেউ হয়তো এটি ফেলে দিয়েছে বা এটি কোথাও থেকে লিক হচ্ছে। তবে এর সঠিক উৎস আমরা এখনো জানি না।’
এর আগে, গত অক্টোবরেও সিডনির পূর্বাঞ্চলের বন্ডি, ব্রন্টি, কুডজি এবং তামারামা সৈকতে হাজার হাজার গোল বস্তু পাওয়া গিয়েছিল। সেই বস্তুগুলোকে প্রাথমিকভাবে ‘টার বল’ বা অপরিশোধিত তেলের বল বলে মনে করা হয়েছিল। তবে ইপিএ-এর পরীক্ষায় সেগুলো মানুষের উৎপন্ন বর্জ্যের অংশ বলে প্রমাণিত হয়।
পরীক্ষায় দেখা গিয়েছিল—সেগুলো মূলত ফ্যাটি অ্যাসিড, পেট্রোলিয়াম হাইড্রোকার্বন এবং অন্যান্য জৈব ও অজৈব উপাদানের মিশ্রণ। এতে ওষুধ, চুল, মোটরের তেল, খাদ্য বর্জ্য, পশুর উপাদান এবং মানব মল এর চিহ্নও পাওয়া গিয়েছিল।
ফ্যাটবার্গ হলো এমন একটি বস্তু যা স্যুয়ারেজ ব্যবস্থায় জমে। এটি সাধারণত তেল, চর্বি এবং পানিতে দ্রবণীয় নয় এমন বস্তু থেকে তৈরি হয়। স্থানীয় পরিবেশ বিষয়ক মুখপাত্র সু হিগিনসন বলেছেন, ‘গত বছর সিডনির পূর্বাঞ্চলের সৈকতে পাওয়া মানব বর্জ্য থেকে বোঝা যায়, আমাদের বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা উপযুক্ত নয়।’
ইপিএ বলেছে, তাদের কর্মকর্তারা নমুনা সংগ্রহ করছেন এবং এগুলো পূর্ববর্তী বলের নমুনার সঙ্গে তুলনা করে পরীক্ষা করা হবে। তবে এখনো পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।
অস্ট্রেলিয়ায় সিডনির উত্তরাঞ্চলের ৯টি সৈকত রহস্যময় গোলাকৃতির বস্তু ভেসে আসার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উত্তরাঞ্চলের বিচ কাউন্সিল ঘোষণা করেছে—ম্যানলি, ডি ওয়াই, লং রিফ, কুইন্সক্লিফ, ফ্রেশওয়াটার, নর্থ ও সাউথ কার্ল, নর্থ স্টেইন এবং নর্থ নারাবিন সৈকতগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
কাউন্সিল জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস এনভায়রনমেন্ট প্রোটেকশন অথরিটির (ইপিএ) সঙ্গে যৌথভাবে এই বলগুলো পরিষ্কার এবং পরীক্ষা করা হচ্ছে।
বলগুলো দেখতে সাধারণত মার্বেল আকৃতির এবং সাদা বা ধূসর রঙের। তবে কিছু কিছু বল বেশ বড় আকারের। সিডনি ওয়াটারের একজন মুখপাত্র এগুলোকে ‘গ্রিজ বল’ বলে উল্লেখ করেছেন।
এদিকে অস্বাভাবিক এমন ঘটনায় কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাঞ্চলীয় বিচের মেয়র সু হেইন্স। তিনি বলেছেন, ‘আমরা এখনো জানি না এটা কী। তবে এটি নিশ্চিতভাবেই চিন্তার বিষয়।’
মেয়র আরও বলেন, ‘কেউ হয়তো এটি ফেলে দিয়েছে বা এটি কোথাও থেকে লিক হচ্ছে। তবে এর সঠিক উৎস আমরা এখনো জানি না।’
এর আগে, গত অক্টোবরেও সিডনির পূর্বাঞ্চলের বন্ডি, ব্রন্টি, কুডজি এবং তামারামা সৈকতে হাজার হাজার গোল বস্তু পাওয়া গিয়েছিল। সেই বস্তুগুলোকে প্রাথমিকভাবে ‘টার বল’ বা অপরিশোধিত তেলের বল বলে মনে করা হয়েছিল। তবে ইপিএ-এর পরীক্ষায় সেগুলো মানুষের উৎপন্ন বর্জ্যের অংশ বলে প্রমাণিত হয়।
পরীক্ষায় দেখা গিয়েছিল—সেগুলো মূলত ফ্যাটি অ্যাসিড, পেট্রোলিয়াম হাইড্রোকার্বন এবং অন্যান্য জৈব ও অজৈব উপাদানের মিশ্রণ। এতে ওষুধ, চুল, মোটরের তেল, খাদ্য বর্জ্য, পশুর উপাদান এবং মানব মল এর চিহ্নও পাওয়া গিয়েছিল।
ফ্যাটবার্গ হলো এমন একটি বস্তু যা স্যুয়ারেজ ব্যবস্থায় জমে। এটি সাধারণত তেল, চর্বি এবং পানিতে দ্রবণীয় নয় এমন বস্তু থেকে তৈরি হয়। স্থানীয় পরিবেশ বিষয়ক মুখপাত্র সু হিগিনসন বলেছেন, ‘গত বছর সিডনির পূর্বাঞ্চলের সৈকতে পাওয়া মানব বর্জ্য থেকে বোঝা যায়, আমাদের বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা উপযুক্ত নয়।’
ইপিএ বলেছে, তাদের কর্মকর্তারা নমুনা সংগ্রহ করছেন এবং এগুলো পূর্ববর্তী বলের নমুনার সঙ্গে তুলনা করে পরীক্ষা করা হবে। তবে এখনো পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ক্যারিবিয়ান সাগরে একটি ‘মাদকবাহী সাবমেরিন ধ্বংস করেছে।’ তাঁর দাবি, সাবমেরিনটি ‘একটি পরিচিত মাদক পাচার রুট ধরে’ যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। ওই সাবমেরিনে থাকা ৪ ব্যক্তির মধ্যে দুজন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
১৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৫০০-এর বেশি স্থানে তাদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, যাতে লাখো মানুষ অংশ নেবে। তাদের দাবি, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে লেখা, ‘প্রেসিডেন্ট মনে করেন, তিনিই সর্বেসর্বা।
৯ ঘণ্টা আগেসর্বশেষ সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকটি কেমন ছিল, তা একটি শব্দ দিয়েই বর্ণনা করা যায়। আর তা হলো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বা জেলেনস্কির ভাষায় ‘তীক্ষ্ণ’ (pointed)। তিনি নিজেই এক্সে এভাবে লিখেছেন। এই শব্দের অর্থ বিশ্লেষণ না করলেও বোঝা যায়, জেলেনস্কি আসলে এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন।
১০ ঘণ্টা আগেআফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুই দিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের।
১২ ঘণ্টা আগে