Ajker Patrika

কাবুল বিমানবন্দর লক্ষ্য করে ৫টি রকেট নিক্ষেপ

কাবুল বিমানবন্দর লক্ষ্য করে ৫টি রকেট নিক্ষেপ

কাবুল বিমানবন্দর লক্ষ্য করে আজ সোমবার সকালে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে রকেটগুলো কাবুল বিমানবন্দরে আঘাত হানতে পারেনি। অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কারা এই রকেট হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। খবর বিবিসির। 

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রকেট হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত হয়নি। 

আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে। রাজধানী কাবুলের বিভিন্ন জায়গা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়। 

হোয়াইট হাউস জানিয়েছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার আফগানিস্তান থেকে প্রত্যাবাসন কার্যক্রমের শেষ দিন। প্রত্যাবাসন চলাকালীন মঙ্গলবারের মধ্যে ফের হামলা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে প্রাণ হারায় ১৭৫ জন। এরপর ফের গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত