Ajker Patrika

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

আপডেট : ১৯ মে ২০২১, ১২: ৩৮
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ঢাকা: ইসরায়েলি নাগরিকদের জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার একটি টুইট বার্তায় তিনি এমনটি বলেন।

টুইট বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলি হামলা জঙ্গিগোষ্ঠী হামাসকে বহু বছর পিছিয়ে দিয়েছে। তাঁদেরকে এমন আঘাত করা হয়েছে যা তাঁরা প্রত্যাশা করেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবারও দশম দিনের মতো গাজায় হামলা অব্যাহত রাখা হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ২১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় ১০০ নারী ও শিশু রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

এছাড়া হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু রয়েছে। ইসরায়েল স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

ইসরায়েল সেনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, গাজায় বিমান হামলায় এ পর্যন্ত ১৫০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। তবে হামাসের পক্ষ থেকে এ নিয়ে এখনো কিছু বলা হয়নি।

গতকাল মঙ্গলবার ইসরায়েলে হামাসের রকেট হামলায় দুই থাই কর্মী নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মিশর এবং জর্ডানের সহায়তায় ফ্রান্স একটি খসড়া রেজ্যুলেশন উত্থাপন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত