Ajker Patrika

তালেবানদের হটিয়ে প্রাদেশিক রাজধানী পুনর্দখল করল আফগান বাহিনী

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৯: ০৮
তালেবানদের হটিয়ে প্রাদেশিক রাজধানী পুনর্দখল করল আফগান বাহিনী

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাঘিসের রাজধানী কালা-ই-নাওয়া পুনর্দখল করেছে আফগানিস্তানের সরকারি বাহিনী। একদিন তালেবানদের দখলে থাকার পর আজ বৃহস্পতিবার এ রাজধানীর নিয়ন্ত্রণ ফিরে পায় সরকার। দখলের পর এই অঞ্চলে কয়েক শ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্য এশীয় দেশ তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী বাঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাওয়ায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছিল। দীর্ঘ ২০ বছর আগ্রাসনের পরে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী সরে আসায় তালেবানরা নাটকীয়ভাবে শক্তিশালী হয়ে বুধবার পুলিশ সদর দপ্তরসহ শহরের মূল সরকারি ভবন দখল করে নেয়। এগুলো উদ্ধারের জন্যই আজ অভিযান চালায় আফগানিস্তানের সরকারি বাহিনী। এদিনই সরকারি বাহিনী রাজধানীর দখল নেয়। 

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেন, ‘শহরটি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা শহরটির উপকণ্ঠে তালেবানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এ অভিযানে কালা-ই-নাওয়ায় ৬৯ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।’ তালেবানদের কাছ থেকে সরকারি বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বলেও মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়। 

তবে, এখন পর্যন্ত বাঘিস প্রদেশের বাকি অংশ তালেবানদের দখলে রয়েছে। পশ্চিমা সুরক্ষা কর্মকর্তারা বলেছেন, তালেবানরা আফগানিস্তানের শতাধিক জেলা দখল করেছে। তালেবানরা বলেছে, তাঁরা দেশটির ৩৪টি প্রদেশে ২০০ টিরও বেশি জেলা দখল করে রেখেছে, যা দেশের মোট আয়তনের অর্ধেক। তবে প্রধান শহর এবং প্রাদেশিক রাজধানীগুলো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। 

 ২০০১ সালে নর্দার্ন অ্যালায়েন্স ও ন্যাটো জোটের যৌথ অভিযানে তালেবান সরকারের অবসান হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের মূল আফগান ঘাঁটি থেকে সৈন্য সরিয়ে নেওয়ায় বিদ্রোহী তালেবানরা শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে উত্তর প্রদেশে তালেবানরা নাটকীয়ভাবে শক্তিশালী হয়ে ওঠে। কারণ, দীর্ঘকাল ধরে এই অঞ্চলের তালেবানদের উপসাগরে রাখা হয়েছিল। তবে সরকার ও বিদ্রোহীদের মধ্যে স্টপ-স্টার্ট শান্তি আলোচনাগুলি অসম্পূর্ণই রয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত