প্রবল বৃষ্টিতে প্লাবিত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশপাশের এলাকা। ৮০ বছরের মধ্যে ওই অঞ্চলে এমন বৃষ্টিপাত আর দেখা যায়নি। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় সেখানে প্রাণ হারিয়েছেন ৮ জন। এ ছাড়া নিখোঁজ অন্তত ৬ জন।
মঙ্গলবার (৯ আগস্ট) দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গতরাতে সিউলের কিছু অংশ, পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন এবং জিওংগি প্রদেশে ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আর সিউলের ডংজাক জেলায় একপর্যায়ে ঘণ্টায় ১৪১ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ১৯৪২ সালের পর সর্বোচ্চ।
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সিউলে পাঁচজন মারা গেছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। জিওংগি প্রদেশে মারা গেছেন দুজন এবং নিখোঁজ আরও দুজন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন।
রাজধানী সিউলে গৃহহীন হয়ে পড়েছে দেড় শতাধিক পরিবার। স্কুলসহ অন্যান্য সরকারি স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছে তারা।
প্রবল বৃষ্টিতে সিউল, ইনচিওনসহ বিভিন্ন এলাকার রেললাইন বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। ফলে রেলওয়ে ও সাবওয়ের বেশ কয়েকটি শিডিউল স্থগিত করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের কাজের সময় সমন্বয়ের আহ্বান জানিয়েছেন তিনি।
প্রবল বৃষ্টিতে প্লাবিত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশপাশের এলাকা। ৮০ বছরের মধ্যে ওই অঞ্চলে এমন বৃষ্টিপাত আর দেখা যায়নি। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় সেখানে প্রাণ হারিয়েছেন ৮ জন। এ ছাড়া নিখোঁজ অন্তত ৬ জন।
মঙ্গলবার (৯ আগস্ট) দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গতরাতে সিউলের কিছু অংশ, পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন এবং জিওংগি প্রদেশে ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আর সিউলের ডংজাক জেলায় একপর্যায়ে ঘণ্টায় ১৪১ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ১৯৪২ সালের পর সর্বোচ্চ।
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সিউলে পাঁচজন মারা গেছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। জিওংগি প্রদেশে মারা গেছেন দুজন এবং নিখোঁজ আরও দুজন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন।
রাজধানী সিউলে গৃহহীন হয়ে পড়েছে দেড় শতাধিক পরিবার। স্কুলসহ অন্যান্য সরকারি স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছে তারা।
প্রবল বৃষ্টিতে সিউল, ইনচিওনসহ বিভিন্ন এলাকার রেললাইন বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। ফলে রেলওয়ে ও সাবওয়ের বেশ কয়েকটি শিডিউল স্থগিত করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের কাজের সময় সমন্বয়ের আহ্বান জানিয়েছেন তিনি।
পোলিও রোগকে বিশ্ব এক সময় প্রায় নির্মূল করেই ফেলেছিল। কিন্তু দক্ষিণ এশিয়ার দুটি দেশ—পাকিস্তান ও আফগানিস্তানে টিকা নিয়ে ভুল তথ্য, ব্যবস্থাপনার দুর্বলতা এবং কার্যক্রমে নানা ভুল পদক্ষেপ এই লড়াইকে পিছিয়ে দিয়েছে।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির প্রেসিডেন্ট হচ্ছেন—খবরটি সত্য নাকি গুজব এ বিষয়ে কথা বলেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সম্প্রতি দা ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ধরনের আলোচনাকে ‘নিরর্থক’ ও ‘গুজব’ বলে মন্তব্য করেছেন।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারা বন্দিত্বের দুই বছর পূর্ণ হয়েছে গত ৫ আগস্ট। এই উপলক্ষে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একদিকে যেমন দেশে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
৪ ঘণ্টা আগেরাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় রুশ তেল কেনা চালিয়ে যাবে।
৫ ঘণ্টা আগে