Ajker Patrika

বিয়ের ১২ দিন পর স্বামী জানতে পারল স্ত্রী আসলে পুরুষ

আপডেট : ২৮ মে ২০২৪, ১৪: ৩৮
বিয়ের ১২ দিন পর স্বামী জানতে পারল স্ত্রী আসলে পুরুষ

ইন্দোনেশিয়ার এক যুবক জীবনেও এতটা বিস্মিত হননি, যতটা হয়েছিলেন তাঁর স্ত্রী আসলে একজন পুরুষ তা জানার পরে। ২৬ বছর বয়সী সেই যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে বিয়ে করেছিলেন আদিন্দা কানজাকে। কিন্তু বিয়ের ১২ দিন পর ওই যুবক জানতে পারেন, তাঁর স্ত্রী আসলে একজন ছদ্মবেশী পুরুষ। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আদিন্দা কানজা নামের ওই নারী ছদ্মবেশী পুরুষের সঙ্গে ওই যুবকের পরিচিয় ২০২৩ সালে, একটি সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রকৃত পরিচয় প্রকাশ না করে ওই যুবক নিজেকে পরিচয় দিয়েছেন একে হিসেবে। তিনি জানিয়েছেন, তাঁরা যখন প্রথমবার দেখা করেন, সে সময় আদিন্দা কানজা ঐতিহ্যবাহী ইসলামি পোশাক পরেছিলেন। সে সময় তাঁর মুখমণ্ডলের পুরোটাই নেকাবে ঢাকা ছিল। 
 
তবে সে সময় একে বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি। বরং ইসলামের প্রতি তাঁর প্রেমিকার নিবেদন থেকে দেখে মনে মনে খুশি হয়েছিলেন। একপর্যায়ে একে আদিন্দা কানজার প্রেমে পড়ে যান এবং বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ সময় আদিন্দা কানজা জানান, এই দুনিয়ায় তাঁর পরিবারের কেউ বেঁচে নেই। তাই তাঁরা খুব সাদামাটাভাবে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয় একের বাড়িতে। 

বিয়ের পরই বাঁধে মূল বিপত্তি। বিয়ের পরও আদিন্দা কানজা নেকাবের আড়ালে তাঁর চেহারা লুকাতে থাকেন। এমনকি একের পরিবারের সদস্যদের সামনেও তিনি তাঁর নেকাব সরাতে প্রত্যাখ্যান করেন। এমনকি বিয়ের পর মাসিক বা পিরিয়ডের দোহাই দিয়ে একের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনেও অস্বীকৃতি জানান। 

আদিন্দা কানজার এমন সন্দিহান আচরণের ১২ দিন পর একে তাঁর স্ত্রীর ব্যাপারে খোঁজখবর করতে শুরু করেন এবং দেখতে পান যে, আদিন্দার বাবা-মা উভয়েই জীবিত আছেন। তবে তাঁরা জানতেন না, তাঁদের সন্তান একের সঙ্গে বিবাহবন্ধনে জড়িয়েছে। তদন্তের একপর্যায়ে একে জানতে পারেন, আদিন্দা কানজা আসলে একজন পুরুষ এবং তাঁর পুরো নামের অদ্যাক্ষরগুলো হলো ইএসএইচ এবং তিনি ২০২০ সাল থেকেই নারীদের মতো পোশাক পরে চলাফেরা করতেন। 

পরে আদিন্দা কানজাকে পুলিশের কাছে হস্তান্তর করেন একে। পুলিশি জিজ্ঞাসাবাদে জানান, তিনি একেকে বিয়ে করেছে মূলত তাঁর পরিবারের সম্পত্তি হাতিয়ে নিতে। এ বিষয়ে পুলিশ বলেছে, ‘আপনি যদি তাঁদের বিয়ের ছবি দেখেন তাহলে দেখবেন, আদিন্দা দেখতে একেবারে সত্যিকারের নারীদের মতো। তাঁর কণ্ঠস্বরও নারীদের মতো। তাই তাঁকে পুরুষ বলে সন্দেহ করার কোনো কারণ ছিল না। 

পুলিশ আরও জানিয়েছে, আদিন্দার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। ইন্দোনেশিয়ার আইন অনুসারে প্রতারণার অভিযোগে তাঁর চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত