Ajker Patrika

 অস্ত্রবিরতি নিয়ে একমত হতে পারেনি আফগান সরকার ও তালেবান

 অস্ত্রবিরতি নিয়ে একমত হতে পারেনি আফগান সরকার ও তালেবান

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে দুই দিনের বৈঠক শেষ হয়েছে।   দোহা শান্তি আলোচনা শুরু হওয়ার পর মনে করা হয়েছিল, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িক অস্ত্রবিরতিতে সম্মত হবে হয়তো দু’পক্ষ। কিন্তু যৌথ সংবাদ সম্মেলনে কোনো পক্ষই সে রকম কোনো ঘোষণা দেয়নি।

 গত রোববার রাতে আফগান সরকার ও তালেবানের প্রতিনিধিদলের সদস্যরা এক যৌথ সংবাদ সম্মেলনে সমঝোতার কথা জানান।  আফগান সরকারের প্রতিনিধিদলের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, দোহা বৈঠকে দু’পক্ষ তাদের মতামত স্পষ্ট করে তুলে ধরেছে এবং এ বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে।

এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে উপস্থিত তালেবান মুখপাত্র মোহাম্মাদ নাঈম এক টুইটার বার্তায় বলেন, দোহা বৈঠকে দু’পক্ষ আফগানিস্তানের অবকাঠামো রক্ষা করার পাশাপাশি বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সম্মত হয়েছে।

এদিকে বিদেশি ১৫টি দেশের কূটনৈতিক মিশন এবং ন্যাটোভুক্ত দেশগুলো ঈদুল আজহাকে সামনে রেখে আফগান সরকার এবং তালেবানকে অস্ত্রবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে। 

একটি বিবৃতিতে ১৫টি বিদেশি মিশন এবং ন্যাটোর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ঈদুল আজহাকে সামনে রেখে তালেবানদের উচিত অস্ত্র নামিয়ে ফেলা। 
 
গত ঈদুল ফিতরেও তালেবান সংক্ষিপ্ত অস্ত্রবিরতি ডেকেছিল। তখন তালেবানদের পক্ষ থেকে বলা হয়, তারা আফগানিস্তানে শান্তি চায়। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত