Ajker Patrika

ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার ইস্যুতে ভোটাভুটিতে যাচ্ছে পাকিস্তান

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৭: ৩৪
ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার ইস্যুতে ভোটাভুটিতে যাচ্ছে পাকিস্তান

ফরাসি ম্যাগাজিন শার্লি এব্দোতে মহানবি(সাঃ)-র কার্টুন প্রকাশ করার জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কার করা হবে কীনা এ নিয়ে সিদ্ধান্ত নিতে পার্লামেন্ট ভোটের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান সরকার। আজ মঙ্গলবার এই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ।

ফ্রান্সে মহানবী (সা.)-এর কার্টুন প্রকাশের দায়ে রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি তুলেছিল তেহরিক-ই- লাব্বাইক পাকিস্তান(টিএলপি)। দলটির দাবি, সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছিল, ফ্রান্সের রাষ্ট্রদূতকে ২০ এপ্রিলের মধ্যে পাকিস্তান থেকে বের করে দেওয়া হবে। কিন্তু টিএলপি-কে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এর প্রতিবাদে দলটির কর্মীদের সঙ্গে পাকিস্তান পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮০০ জন আহত হয়েছেন । নিহত হয়েছেন চার পুলিশ সদস্য।

এ নিয়ে একটি ভিডিও বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেন, পাকিস্তান সরকার এবং টিএলপির দীর্ঘ আলোচনার পর এই বিষয়ে সম্মত হওয়া গেছে যে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কাররের বিষয়টি পার্লামেন্টে সমাধান হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল সোমবার টেলিভশনে দেওয়া একটি ভাষণে বলেন, দেশটির অর্ধেক রফতানি ইউরোপিয়ান ইউনিয়নের দেগুলোর সঙ্গে হওয়ায় ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হলে মূল্য চোকানো লাগতে পারে পাকিস্তানের ।

মহানবী (সা.)-এর বিতর্কিত কার্টুন দেখানোয় গত বছর ফ্রান্সে এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়। ওই স্কুল শিক্ষকের মরদেহে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁ শ্রদ্ধা জানানোর পর ইসলামাবাদের সঙ্গে প্যারিসের সম্পর্কের আরও অবনতি হয়।

রাষ্ট্রদূত বহিষ্কার ছাড়াও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি দাবি করেছে টিলএলপি। এ নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই টিএলপি-এর কর্মীদের সব মামলা প্রত্যাহার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত