Ajker Patrika

টিকা না নিলে যেতে হবে কারাগারে

টিকা না নিলে যেতে হবে কারাগারে

ঢাকা: করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে ফিলিপাইন সরকার। করোনার টিকা না নিলে নাগরিকদের কারাগারে পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। করোনার ডেল্টা ধরনে আক্রান্তদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটি। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

সোমবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে রদ্রিগো দুতার্তে বলেন, ‘আপনি নিজেই বেছে নিন। আপনি কী টিকা নেবেন নাকি আমি আপনাকে (টিকা নিতে না চাওয়া ব্যক্তি) কারাগারে পাঠাব।’ 

যারা টিকা নিচ্ছেন না তাঁদের নির্বোধ বলেও অভিহিত করেছেন তিনি। এছাড়া টিকা নিতে না চাইলে দেশত্যাগ করে ভারত অথবা যুক্তরাষ্ট্রে চলে যেতেও বলেছেন। 

এর আগে করোনা মহামারির মধ্যে যারা লকডাউনের বিধি-নিষেধ অমান্য করছেন তাঁদের গুলি করে মারার ঘোষণা দিয়েছিলেন দুতার্তে। 

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাস থেকে ফিলিপাইনে টিকা কার্যক্রম শুরু হয়। কিন্তু দেশটির টিকা কেন্দ্রগুলোতে লোকজনের উপস্থিতি খুবই কম। 

উল্লেখ্য, ফিলিপাইনের মোট জনসংখ্যা প্রায় ১১ কোটি। সোমবার পর্যন্ত ভ্যাকসিন ট্র্যাকার জানিয়েছে, মাত্র ১ দশমিক ৯৫ শতাংশ মানুষ এখন পর্যন্ত টিকা নিয়েছেন। 

তবে সরকারি তথ্য অনুযায়ী, ৮৪ লাখ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন কমপক্ষে ৬২ লাখ মানুষ। ভ্যাকসিনের দু’টি ডোজই গ্রহণ করেছেন ২১ লাখ ৫ হাজার মানুষ। 

সোমবার ফিলিপাইনের সরকার জানিয়েছে, এ পর্যন্ত ফিলিপাইনের ১৩ লাখ মানুষ করোনা শনাক্ত হয়েছেন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৬ হাজার। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৩ হাজার ৭০০ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত