করোনা ছড়ানোর দায়ে ভিয়েতনামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির পক্ষ থেকে বলা হয়, ২৮ বছর বয়সী লে ভ্যান ট্রিকে করোনা ছড়ানো এবং কোয়ারেন্টিনের নিয়ম না মানার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিএ মাউ-এর আদালতে এই রায় দেওয়া হয়।
বিশ্বে করোনা মহামারি মোকাবিলায় অন্যতম সফল দেশ ভিয়েতনাম। শুরু থেকেই তারা গণপরীক্ষা, আক্রান্তদের দ্রুত সময়ের মধ্যে শনাক্তকরণ এবং সীমান্তে কঠোর বিধিনিষেধ ও কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা মেনে আসছে। কিন্তু গত এপ্রিল থেকে ভাইরাসটির সংক্রমণ কিছুটা বাড়ে।
ভিয়েতনাম নিউজ এজেন্সির পক্ষ থেকে বলা হয়, লে ভ্যান ট্রি সিএ মাউ থেকে হো চি মিন শহরে ভ্রমণের পর ২১ দিনের কোয়ারেন্টিন মানেননি। এ ছাড়া তাঁর কারণে আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে একজন করোনায় মারা গেছেন।
বার্তা সংস্থা রয়টার্স সিএ মাউ আদালত থেকে কোনো মন্তব্য নিতে পারেনি।
ভিয়েতনামে এ পর্যন্ত ৫ লাখ ৩৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩ হাজার ৩৮৫ জন।
করোনা ছড়ানোর দায়ে ভিয়েতনামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির পক্ষ থেকে বলা হয়, ২৮ বছর বয়সী লে ভ্যান ট্রিকে করোনা ছড়ানো এবং কোয়ারেন্টিনের নিয়ম না মানার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিএ মাউ-এর আদালতে এই রায় দেওয়া হয়।
বিশ্বে করোনা মহামারি মোকাবিলায় অন্যতম সফল দেশ ভিয়েতনাম। শুরু থেকেই তারা গণপরীক্ষা, আক্রান্তদের দ্রুত সময়ের মধ্যে শনাক্তকরণ এবং সীমান্তে কঠোর বিধিনিষেধ ও কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা মেনে আসছে। কিন্তু গত এপ্রিল থেকে ভাইরাসটির সংক্রমণ কিছুটা বাড়ে।
ভিয়েতনাম নিউজ এজেন্সির পক্ষ থেকে বলা হয়, লে ভ্যান ট্রি সিএ মাউ থেকে হো চি মিন শহরে ভ্রমণের পর ২১ দিনের কোয়ারেন্টিন মানেননি। এ ছাড়া তাঁর কারণে আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে একজন করোনায় মারা গেছেন।
বার্তা সংস্থা রয়টার্স সিএ মাউ আদালত থেকে কোনো মন্তব্য নিতে পারেনি।
ভিয়েতনামে এ পর্যন্ত ৫ লাখ ৩৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩ হাজার ৩৮৫ জন।
ভারতীয় ভোটার ও আধার কার্ড ২৮ বছর বয়সী শান্তা পেলেন কীভাবে, তা খতিয়ে দেখছেন পুলিশের কর্মকর্তারা। একই সঙ্গে তাঁর বন্ধু বাংলাদেশি নাগরিক সুমন চন্দ্রশীলের বিষয়েও তদন্ত করা হচ্ছে; যাঁর নাম জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে। অর্থের বিনিময়ে অন্য কোনো দেশে শান্তা তথ্য সরবরাহ করেছিলেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে
৪৩ মিনিট আগেভারতের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রী আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় আরেক যাত্রী তাঁকে চড় মারেন। ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, আতঙ্কিত হওয়া ব্যক্তির পরিবার তাঁকে শনাক্ত করে এবং জানায় যে তিনি নিখোঁজ।
১ ঘণ্টা আগেগাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুই দিনের ব্যবধানে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
৩ ঘণ্টা আগেইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাধারণ ক্ষমার সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল শুক্রবার শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী নেতারাও রয়েছেন। মূলত, দেশটিকে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এসব রাজবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে