অনলাইন ডেস্ক
একটি ধর্ষণ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে এক যুবকের করা আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কিশোর বয়সী ছেলে-মেয়েদের জন্য কতগুলো পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শে কিশোরীদের যৌন ইচ্ছা নিয়ন্ত্রণ এবং কিশোরদের বিপরীত লিঙ্গের মর্যাদা ও শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানোর কথা বলা হয়েছে।
শুক্রবার এ বিষয়ে এনডিটিভিসহ একাধিক ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, এক কিশোরীর সঙ্গে ‘সম্পর্ক’ ছিল নির্দোষ দাবি করা যুবকের। সম্পর্কে থাকাকালীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে গত বছর যুবককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে যুবকের আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার তাঁকে বেকসুর খালাস দেন কলকাতা হাইকোর্টের বিচারক চিত্তরঞ্জন দাস এবং পার্থসারথি সেনের বেঞ্চ। কারণ ওই আবেদনের শুনানিতে কিশোরী মেয়েটি আদালতকে জানায়, সে তার নিজের ইচ্ছায় ওই সম্পর্কে ছিল এবং পরে তারা বিয়েও করেছে।
রায়ের পর্যবেক্ষণে অপ্রাপ্তবয়সে যৌন সম্পর্ক করলে ভারতীয় ‘পকসো ধারা’ প্রয়োগের ফলে যে ধরনের আইনি জটিলতা তৈরি হয়—তা এড়ানোর জন্য প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। বিচারক চিত্ত রঞ্জন দাশ এবং পার্থ সারথি সেন স্কুলগুলোতে বড় পরিসরে যৌন শিক্ষার আহ্বান জানান।
এ সময় বিচারক দ্বয় কিশোরীদের যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে বলেন এবং দুই মিনিটের আনন্দের কাছে কিশোরীদের নতি স্বীকার না করার আহ্বান জানান।
বেঞ্চের রায়ে বলা হয়—শরীরের অখণ্ডতা, মর্যাদা এবং আত্মসম্মানের অধিকার রক্ষা করা অল্পবয়সী মেয়েদের কর্তব্য। অন্যদিকে, একজন কিশোরের কর্তব্য হলো, একটি অল্পবয়সী মেয়ের উপরিউক্ত কর্তব্যগুলোকে সম্মান করা।
একটি ধর্ষণ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে এক যুবকের করা আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কিশোর বয়সী ছেলে-মেয়েদের জন্য কতগুলো পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শে কিশোরীদের যৌন ইচ্ছা নিয়ন্ত্রণ এবং কিশোরদের বিপরীত লিঙ্গের মর্যাদা ও শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানোর কথা বলা হয়েছে।
শুক্রবার এ বিষয়ে এনডিটিভিসহ একাধিক ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, এক কিশোরীর সঙ্গে ‘সম্পর্ক’ ছিল নির্দোষ দাবি করা যুবকের। সম্পর্কে থাকাকালীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে গত বছর যুবককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে যুবকের আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার তাঁকে বেকসুর খালাস দেন কলকাতা হাইকোর্টের বিচারক চিত্তরঞ্জন দাস এবং পার্থসারথি সেনের বেঞ্চ। কারণ ওই আবেদনের শুনানিতে কিশোরী মেয়েটি আদালতকে জানায়, সে তার নিজের ইচ্ছায় ওই সম্পর্কে ছিল এবং পরে তারা বিয়েও করেছে।
রায়ের পর্যবেক্ষণে অপ্রাপ্তবয়সে যৌন সম্পর্ক করলে ভারতীয় ‘পকসো ধারা’ প্রয়োগের ফলে যে ধরনের আইনি জটিলতা তৈরি হয়—তা এড়ানোর জন্য প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। বিচারক চিত্ত রঞ্জন দাশ এবং পার্থ সারথি সেন স্কুলগুলোতে বড় পরিসরে যৌন শিক্ষার আহ্বান জানান।
এ সময় বিচারক দ্বয় কিশোরীদের যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে বলেন এবং দুই মিনিটের আনন্দের কাছে কিশোরীদের নতি স্বীকার না করার আহ্বান জানান।
বেঞ্চের রায়ে বলা হয়—শরীরের অখণ্ডতা, মর্যাদা এবং আত্মসম্মানের অধিকার রক্ষা করা অল্পবয়সী মেয়েদের কর্তব্য। অন্যদিকে, একজন কিশোরের কর্তব্য হলো, একটি অল্পবয়সী মেয়ের উপরিউক্ত কর্তব্যগুলোকে সম্মান করা।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৬ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৪ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৫ ঘণ্টা আগে