আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের দিকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া তাদের ‘সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছিল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তরের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে স্থানীয় সময় ১২টা ৩ মিনিটের দিকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। জাপানের কোস্টগার্ডও একই ধরনের কথা জানিয়ে বলেছে, উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।
জেসিএস আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭৮০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং সেটির পাল্লা ছিল ৪৭০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটির গতিবেগ ছিল মাক ১১। অর্থাৎ শব্দের বেগের চেয়ে ১১ গুণ বেশি গতিতে উড়েছিল ক্ষেপণাস্ত্রটি।
উত্তর কোরিয়ার এই পরীক্ষা চলতি বছরে ১৪তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই পরীক্ষাটি দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট রক্ষণশীল ঘরানার ইউন সুক-ইওল দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের কম সময়ের মধ্যে চালানো হলো। এর আগে, পিয়ংইয়ং গত মাসে প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা করেছে।
এদিকে, দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে। দেশটি জানিয়েছে, উত্তরের এমন পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন। এই পরীক্ষা কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের অঞ্চলের শান্তিকে ক্ষতিগ্রস্ত করার মতো একটি গুরুতর হুমকি বলে বিবেচনা করছে দেশটি।
এই পরীক্ষার প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেসিএস বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী অতিরিক্ত উৎক্ষেপণের সম্ভাবনার বিরুদ্ধে প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট গতিবিধি ট্র্যাকিং এবং পর্যবেক্ষণ করছে এবং এটি একটি সম্পূর্ণ প্রস্তুতি বজায় রাখছে।’
এর আগে, গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তাঁর দেশের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের দিকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া তাদের ‘সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছিল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তরের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে স্থানীয় সময় ১২টা ৩ মিনিটের দিকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। জাপানের কোস্টগার্ডও একই ধরনের কথা জানিয়ে বলেছে, উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।
জেসিএস আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭৮০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং সেটির পাল্লা ছিল ৪৭০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটির গতিবেগ ছিল মাক ১১। অর্থাৎ শব্দের বেগের চেয়ে ১১ গুণ বেশি গতিতে উড়েছিল ক্ষেপণাস্ত্রটি।
উত্তর কোরিয়ার এই পরীক্ষা চলতি বছরে ১৪তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই পরীক্ষাটি দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট রক্ষণশীল ঘরানার ইউন সুক-ইওল দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের কম সময়ের মধ্যে চালানো হলো। এর আগে, পিয়ংইয়ং গত মাসে প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা করেছে।
এদিকে, দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে। দেশটি জানিয়েছে, উত্তরের এমন পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন। এই পরীক্ষা কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের অঞ্চলের শান্তিকে ক্ষতিগ্রস্ত করার মতো একটি গুরুতর হুমকি বলে বিবেচনা করছে দেশটি।
এই পরীক্ষার প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেসিএস বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী অতিরিক্ত উৎক্ষেপণের সম্ভাবনার বিরুদ্ধে প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট গতিবিধি ট্র্যাকিং এবং পর্যবেক্ষণ করছে এবং এটি একটি সম্পূর্ণ প্রস্তুতি বজায় রাখছে।’
এর আগে, গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তাঁর দেশের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরই ভারত সফর করবেন। এমনটাই জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়া সফররত দোভাল স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। তবে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আগস্টের শেষ দিকে এই
১ ঘণ্টা আগেদিল্লিতে এক ব্যক্তি সাধুর ছদ্মবেশে তাঁর সাবেক স্ত্রী কিরণ ঝাকে হাতুড়িপেটা করে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশ এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেডিকেল সেন্টার মালিকদের সমন্বয়কারী মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশিরা যান, তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপসাগরীয় দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি বোর্ড আছে, যা গালফ হেলথ কাউন্সিল নামে পরিচিত। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত
২ ঘণ্টা আগেগাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ত্রাণবাহী চারটি ট্রাক উল্টে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্ত ৩০ জন। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা গতকাল বুধবার জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে