Ajker Patrika

কিমের ক্ষমতায় থাকার ১০ বছর উদ্‌যাপন 

অনলাইন ডেস্ক
কিমের ক্ষমতায় থাকার ১০ বছর উদ্‌যাপন 

কিম জং উনের ক্ষমতায় থাকার ১০ বছর পূর্তি উদ্‌যাপন করেছেন উত্তর কোরিয়া। বিগত ১০ বছর ধরে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির দায়িত্বে থেকে দেশটির সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ায় কিম জং উনের নেতৃত্ব ও রাজনৈতিক কৃতিত্বের কথা উল্লেখ করে কিমের নতুন প্রতিকৃতি উন্মোচন ও প্রদর্শন করেছে। সোমবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

 ২০১১ সালের ডিসেম্বরে কিম জং উনের পিতা কিম জং ইল মারা যাওয়ার পর কিম দেশটির সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার মনোনীত করা হয় এবং এরপরই তিনি দেশটির সর্বময় শাসনক্ষমতা নিজের হাতে তুলে নেন। 

সোমবার কিম জং উনের দল ও রাষ্ট্রের নেতা নির্বাচিত হওয়ার ১০ বছর পূর্ণ হয়। কিম পরিবার তার পুরো ইতিহাস ধরে একদলীয় রাষ্ট্র শাসন করেছে। 

রোববার উত্তর কোরিয়ায় একটি জাতীয় সমাবেশে ওয়ার্কার্স পার্টির সিনিয়র নেতা ও দলটির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর প্রেসিডিয়াম সদস্য চো রিয়ং হে কিম জং উনকে ‘প্রতিভাধর চিন্তাবিদ ও তাত্ত্বিক’ আখ্যা দিয়ে প্রশংসা করে বলেন, কিম জং উন এক অসামান্য রাষ্ট্রনায়ক ও অতুলনীয় মহান সেনাপতি। 

প্রায় এক সপ্তাহ আগে ১০ বছর পূর্তির অনুষ্ঠান আয়োজন শুরু হয়। এই অনুষ্ঠানে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও কিম জং উনের দাদা কিম ইল সুং এর জন্মের ১১০ বছর পূর্তি অনুষ্ঠানও অন্তর্ভুক্ত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত