রয়টার্স, কাঠমান্ডু
কাঠমুন্ডু: নেপালে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটিতে এখন করোনাভাইরাসের প্রকোপ এতটাই যে, অক্সিজেন ক্যানিস্টারের স্বল্পতা দেখা দিয়েছে। এ জন্য ব্যবহৃত খালি অক্সিজেন ট্যাংকগুলো সঙ্গে আনার জন্য এভারেস্ট আরোহীদের অনুরোধ জানিয়েছে দেশটির প্রশাসন। আজ সোমবার অক্সিজেনের খালি ক্যানিস্টারগুলো পাহাড়ের ঢালে ফেলে না দিয়ে ফিরে আসার সময় সঙ্গে আনার আনুরোধ জানায় দেশটির কর্তৃপক্ষ।
গতকাল রোববার নেপালে ৮ হাজার ৭৭৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। কোভিড–১৯ সংক্রমণ বাড়ায় নেপালকে সাহায্য করার জন্য পর্বতারোহীদের আহ্বান জানিয়েছে নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন। দেশটির দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার জন্য এই মহামারি ভয়ঙ্কর আকার ধারণের আশঙ্কা করছেন তাঁরা।
এদিকে সোমবার প্রতিবেশী দেশ ভারতে করোনায় মৃত্যু সংখ্যা একদিনে সর্বোচ্চ হওয়ায় ভীতি আরও বেড়েছে। দেশটির প্রশাসন এপ্রিল–মে সময়ে হিমালয় পর্বতমালার ১৬টি পয়েন্টে যাওয়ার জন্য ৭০০ পর্যটককে অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের (এনএমএ) এক উর্ধ্বতন কর্মকর্তা কুল বাহাদুর গুরুং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চলতি সেশনে যাওয়া পর্বতারোহী এবং তাদের শেরপা গাইডদের কাছে আনুমানিক ৩ হাজার ৫০০ অক্সিজেন বোতল রয়েছে। অভিযান শেষে অব্যবহৃত বোতলগুলো আরোহীরা পাহাড়ের ঢালে ফেলে দেন অথবা পুড়িয়ে ফেলেন। আমরা পর্বতারোহী ও শেরপাদের কাছে তাঁদের খালি বোতলগুলো ফিরিয়ে আনার জন্য আবেদন করছি। যদি সম্ভব হয়, তাহলে করোনা আক্রান্তদের সেবা দেওয়া সহজ হবে।
অক্সিজেন স্বল্পতার কারণে কাঠমুন্ডুর অনেক বেসরকারি ও কমিউনিটি হাসপাতাল অতিরিক্ত রোগী ভর্তি করতে পারছে না। মূল সংকট অক্সিজেন সরবরাহ ও ক্যানিস্টারের।
নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সামির কুমার অধিকারী জানান, মৃত্যুর হাত থেকে রোগীদের বাঁচানোর জন্য আমাদের তাৎক্ষণিকভাবে ২৫ হাজার অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন। এ ছাড়া অক্সিজেন প্ল্যান্ট, কম্প্রেসার ও নিবীড় পরিচর্য কেন্দ্রের (আইসিইউ) শয্যা সংখ্যা বাড়ানোও জরুরি বলে জানান তিনি।
তবে এই পরিস্থিতিতে চীনের কাছ থেকে সহায়তা পাচ্ছে দেশটি। নেপালের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, জরুরি প্রয়োজন মেটনোর জন্য চীনের কাছ থেকে ২০ হাজার সিলিন্ডার চেয়েছে নেপাল।
দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী হৃদায়েশ ত্রিপাঠি বলেন, ‘চীন আমাদের অক্সিজেন সিলিন্ডার, ভ্যান্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।’
নেপাল অ্যাকশন এইডের তথ্যমতে, নেপালের বর্তমান জনসংখ্যা ৩ কোটি। কিন্তু দেশটির হাসপাতালগুলোতে আইসিইউ বেড রয়েছে মাত্র ১ হাজার ৬০০টি। আর ভেন্টিলেটরের সংখ্যা ৬০০–এর কম। আর প্রতি লাখ মানুষের বিপরীতের চিকিৎসক রয়েছে মাত্র শূন্য দশমিক ৭ জন করে।
করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় নেপালের হাসপাতালগুলো আর নতুন রোগীদের জায়গা দিতে পারছে না। এ বিষয়ে নেপাল–ভারত সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম এলাকার নেপালগঞ্জের ভেরি হাসপাতালের চিকিৎসক প্রকাশ থাপা বলেন, রোগীরা মেঝে ও করিডোরে ঘুমাচ্ছেন।
কাঠমুন্ডু: নেপালে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটিতে এখন করোনাভাইরাসের প্রকোপ এতটাই যে, অক্সিজেন ক্যানিস্টারের স্বল্পতা দেখা দিয়েছে। এ জন্য ব্যবহৃত খালি অক্সিজেন ট্যাংকগুলো সঙ্গে আনার জন্য এভারেস্ট আরোহীদের অনুরোধ জানিয়েছে দেশটির প্রশাসন। আজ সোমবার অক্সিজেনের খালি ক্যানিস্টারগুলো পাহাড়ের ঢালে ফেলে না দিয়ে ফিরে আসার সময় সঙ্গে আনার আনুরোধ জানায় দেশটির কর্তৃপক্ষ।
গতকাল রোববার নেপালে ৮ হাজার ৭৭৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। কোভিড–১৯ সংক্রমণ বাড়ায় নেপালকে সাহায্য করার জন্য পর্বতারোহীদের আহ্বান জানিয়েছে নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন। দেশটির দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার জন্য এই মহামারি ভয়ঙ্কর আকার ধারণের আশঙ্কা করছেন তাঁরা।
এদিকে সোমবার প্রতিবেশী দেশ ভারতে করোনায় মৃত্যু সংখ্যা একদিনে সর্বোচ্চ হওয়ায় ভীতি আরও বেড়েছে। দেশটির প্রশাসন এপ্রিল–মে সময়ে হিমালয় পর্বতমালার ১৬টি পয়েন্টে যাওয়ার জন্য ৭০০ পর্যটককে অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের (এনএমএ) এক উর্ধ্বতন কর্মকর্তা কুল বাহাদুর গুরুং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চলতি সেশনে যাওয়া পর্বতারোহী এবং তাদের শেরপা গাইডদের কাছে আনুমানিক ৩ হাজার ৫০০ অক্সিজেন বোতল রয়েছে। অভিযান শেষে অব্যবহৃত বোতলগুলো আরোহীরা পাহাড়ের ঢালে ফেলে দেন অথবা পুড়িয়ে ফেলেন। আমরা পর্বতারোহী ও শেরপাদের কাছে তাঁদের খালি বোতলগুলো ফিরিয়ে আনার জন্য আবেদন করছি। যদি সম্ভব হয়, তাহলে করোনা আক্রান্তদের সেবা দেওয়া সহজ হবে।
অক্সিজেন স্বল্পতার কারণে কাঠমুন্ডুর অনেক বেসরকারি ও কমিউনিটি হাসপাতাল অতিরিক্ত রোগী ভর্তি করতে পারছে না। মূল সংকট অক্সিজেন সরবরাহ ও ক্যানিস্টারের।
নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সামির কুমার অধিকারী জানান, মৃত্যুর হাত থেকে রোগীদের বাঁচানোর জন্য আমাদের তাৎক্ষণিকভাবে ২৫ হাজার অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন। এ ছাড়া অক্সিজেন প্ল্যান্ট, কম্প্রেসার ও নিবীড় পরিচর্য কেন্দ্রের (আইসিইউ) শয্যা সংখ্যা বাড়ানোও জরুরি বলে জানান তিনি।
তবে এই পরিস্থিতিতে চীনের কাছ থেকে সহায়তা পাচ্ছে দেশটি। নেপালের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, জরুরি প্রয়োজন মেটনোর জন্য চীনের কাছ থেকে ২০ হাজার সিলিন্ডার চেয়েছে নেপাল।
দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী হৃদায়েশ ত্রিপাঠি বলেন, ‘চীন আমাদের অক্সিজেন সিলিন্ডার, ভ্যান্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।’
নেপাল অ্যাকশন এইডের তথ্যমতে, নেপালের বর্তমান জনসংখ্যা ৩ কোটি। কিন্তু দেশটির হাসপাতালগুলোতে আইসিইউ বেড রয়েছে মাত্র ১ হাজার ৬০০টি। আর ভেন্টিলেটরের সংখ্যা ৬০০–এর কম। আর প্রতি লাখ মানুষের বিপরীতের চিকিৎসক রয়েছে মাত্র শূন্য দশমিক ৭ জন করে।
করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় নেপালের হাসপাতালগুলো আর নতুন রোগীদের জায়গা দিতে পারছে না। এ বিষয়ে নেপাল–ভারত সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম এলাকার নেপালগঞ্জের ভেরি হাসপাতালের চিকিৎসক প্রকাশ থাপা বলেন, রোগীরা মেঝে ও করিডোরে ঘুমাচ্ছেন।
গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭১ ফিলিস্তিনি, যাদের ৫১ জনই নিহত। খাদ্যাভাবে অপুষ্টিতে ভুগে নিহত হয়েছেন আরও ৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেসাবেক মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি অ্যাগুইলার জানিয়েছেন, গাজার দক্ষিণে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই এক কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। নিহত কিশোরের নাম ছিল আমির। অ্যাগুইলার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কর্মকর্তা।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে। তিনি এটিকে ‘সম্পূর্ণ ও চূড়ান্ত বাণিজ্য চুক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে, বিনিময়ে দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য বাণিজ্যের অভিযোগে ছয় ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, এসব ভারতীয় কোম্পানি ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায়...
৪ ঘণ্টা আগে