Ajker Patrika

ইন্দোনেশিয়ায় অক্সিজেনের তীব্র সংকট

ইন্দোনেশিয়ায় অক্সিজেনের তীব্র সংকট

মাত্র দুই মাস আগেই অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করা ভারতকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল ইন্দোনেশিয়া। বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বাজে সময় পাড়ি দিচ্ছে দেশটি। মহামারি পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। হাসপাতালগুলোতে রোগীদের ঠাঁই দিতে পারছে না কর্তৃপক্ষ। সবচেয়ে তীব্র হয়ে উঠেছে অক্সিজেনের অভাব। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হাসপাতালের শয্যা ও অক্সিজেনের অভাবে দেশটির অসংখ্য রোগী এখন বাড়িতেই মারা যাচ্ছেন।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ১৯৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ২৫ লাখ ২৭ হাজার ২০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৪৬৪ জনের।

অক্সিজেনের সংকট সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। অক্সিজেন কেনার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সামনে এখন মানুষের দীর্ঘ সারি। অক্সিজেন হাতে পৌঁছানোর আগেই অনেকের প্রিয়জন মারা যাচ্ছেন।

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার সরকার সিঙ্গাপুর ও চীন থেকে অক্সিজেন আমদানি করার চেষ্টা করছে। গত শুক্রবার সিঙ্গাপুর থেকে ১ হাজার অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর ও ভেন্টিলেটরের একটি চালান ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। এ ছাড়া অস্ট্রেলিয়া থেকেও অক্সিজেন সহায়তা আসছে বলে জানা গেছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে ৩৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত