ঢাকা: সংক্রমণ নিয়ন্ত্রণে হো চি মিন শহরের সব বাসিন্দাদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হো চি মিন শহরের নতুন ক্লাস্টার হয়ে উঠেছে। সম্প্রতি ওই মিশনের সঙ্গে সংশ্লিষ্ট ১২৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, ভিয়েতনামের হো চি মিন এক কোটি ৩০ লাখ মানুষ বাস করেন। শহরটিতে প্রতিদিন এক লাখ করে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এই হিসেবে হো চি মিন শহরের সব বাসিন্দা পরীক্ষা শেষ করতে চার মাসের মতো সময় লেগে যেতে পারে।
এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে ১৫ দিনের নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। যা আজ সোমবার থেকে শুরু হবে। দোকান, রেস্তোরাঁ এবং সকল ধরনের ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে। ১০ জনের বেশি মানুষ জড়ো হয় এমন ইভেন্টগুলো নিষিদ্ধ থাকবে।
ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।
ভিয়েতনামে এ পর্যন্ত সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭ জন।
ঢাকা: সংক্রমণ নিয়ন্ত্রণে হো চি মিন শহরের সব বাসিন্দাদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হো চি মিন শহরের নতুন ক্লাস্টার হয়ে উঠেছে। সম্প্রতি ওই মিশনের সঙ্গে সংশ্লিষ্ট ১২৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, ভিয়েতনামের হো চি মিন এক কোটি ৩০ লাখ মানুষ বাস করেন। শহরটিতে প্রতিদিন এক লাখ করে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এই হিসেবে হো চি মিন শহরের সব বাসিন্দা পরীক্ষা শেষ করতে চার মাসের মতো সময় লেগে যেতে পারে।
এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে ১৫ দিনের নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। যা আজ সোমবার থেকে শুরু হবে। দোকান, রেস্তোরাঁ এবং সকল ধরনের ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে। ১০ জনের বেশি মানুষ জড়ো হয় এমন ইভেন্টগুলো নিষিদ্ধ থাকবে।
ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।
ভিয়েতনামে এ পর্যন্ত সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭ জন।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি কেঁদে কেঁদে বলছেন, ‘ও ইসলামে!’এটি ঐতিহাসিকভাবে মুসলিমরা বিপদে পড়লে তাঁদের দুর্দশা প্রকাশের জন্য ব্যবহৃত একটি শব্দবন্ধ। আবেগঘন এই দৃশ্যে ওই হজযাত্রী চিৎকার করে বলেন, ‘গাজার শিশুরা মারা যাচ্ছে। হে মুসলমানরা!’
২১ মিনিট আগে২০১৮ সালে ভালোবাসার টানে ইরানে গিয়েছিলেন মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য মাইকেল হোয়াইট। ইন্টারনেটে পরিচিত ইরানি নারী সামানেহ আব্বাসির সঙ্গে দেখা করতে গিয়ে তিনি গ্রেপ্তার হন এবং ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
২৬ মিনিট আগেব্রিটিশ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের প্রতিবাদে লন্ডনে আয়োজিত ‘ট্রান্স-প্লাস প্রাইড’ মিছিলে ট্রান্স অধিকারকর্মীরা নিজেদের অস্ত্রসজ্জিত করার আহ্বান জানিয়েছেন। রায়টি জৈবিক লিঙ্গকে এমনভাবে সংজ্ঞায়িত করেছে, যা নারীর সংজ্ঞা থেকে ট্রান্স নারীদের বাদ দেওয়ার পথ তৈরি করে।
১ ঘণ্টা আগেঘোড়ার দেশ মঙ্গোলিয়া। ত্রয়োদশ শতকে চেঙ্গিস খানের নেতৃত্বে এই দেশেরই অশ্বারোহী বাহিনী এশিয়া ও ইউরোপের বিশাল অংশ জয় করেছিল। এই দেশেই একসময় ঘুরে বেড়াত পৃথিবীর সবচেয়ে বুনো ঘোড়ার জাত টাখি। কিন্তু বিশেষ প্রজাতির এই ঘোড়ার সংখ্যা কমতে কমতে একসময় বিলুপ্ত হয়ে যাচ্ছিল!
৩ ঘণ্টা আগে