মিয়ানমারের ক্ষমতাসীন জান্তাপ্রধান আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। সফরে অর্থনৈতিক আলোচনা ও কূটনৈতিক সম্পর্কোন্নয়ন প্রাধান্য পাবে বলে জানা গেছে। মিয়ানমারের স্থানীয় পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
স্থানীয় সময় শনিবার মিয়ানমারের সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে অনুষ্ঠিতব্য ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেবেন মিয়ানমারে জান্তাপ্রধান মিন অং হ্লাইং। অর্থনৈতিক এই ফোরামে চীন, ভারত, জাপান, কাজাখস্তানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জেনারেল দুই দেশের অর্থনীতি ও সরকারের মধ্যে সহযোগিতাকে আরও দৃঢ় করতে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সামরিক পদক্ষেপের কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কই চলতি সময়ে কিছুটা অবনতি হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমারের বর্তমান সামরিক সরকার পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ফলে মিন অং হ্লাইং আগামী নভেম্বরে কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ না-ও পেতে পারেন। মিয়ানমারে রাজনৈতিক সংকট সমাধানের অগ্রগতি না হওয়ায় আসিয়ান হতাশা ব্যক্ত করেছে।
মিয়ানমার বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। প্রায়ই বিক্ষোভ করছে মিয়ানমারের মানুষ। বিক্ষোভ দমাতে কঠোর হয়ে উঠেছে দেশটির সামরিক সরকার। আল-জাজিরা জানিয়েছে, সামরিক বাহিনীর দমন অভিযানে এ পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
এদিকে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেলেরা মস্কোর সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে। মিয়ানমারের জান্তাদের মিত্র ও প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে রাশিয়ার পরিচিতি রয়েছে।
গত আগস্টের শুরুতে মিয়ানমার সফরে গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তখন তিনি মিয়ানমারকে স্থিতিশীল করা এবং আগামী বছর একটি জাতীয় নির্বাচন করার সামরিক বাহিনীর প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছিলেন।
মিয়ানমারের ক্ষমতাসীন জান্তাপ্রধান আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। সফরে অর্থনৈতিক আলোচনা ও কূটনৈতিক সম্পর্কোন্নয়ন প্রাধান্য পাবে বলে জানা গেছে। মিয়ানমারের স্থানীয় পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
স্থানীয় সময় শনিবার মিয়ানমারের সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে অনুষ্ঠিতব্য ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেবেন মিয়ানমারে জান্তাপ্রধান মিন অং হ্লাইং। অর্থনৈতিক এই ফোরামে চীন, ভারত, জাপান, কাজাখস্তানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জেনারেল দুই দেশের অর্থনীতি ও সরকারের মধ্যে সহযোগিতাকে আরও দৃঢ় করতে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সামরিক পদক্ষেপের কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কই চলতি সময়ে কিছুটা অবনতি হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমারের বর্তমান সামরিক সরকার পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ফলে মিন অং হ্লাইং আগামী নভেম্বরে কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ না-ও পেতে পারেন। মিয়ানমারে রাজনৈতিক সংকট সমাধানের অগ্রগতি না হওয়ায় আসিয়ান হতাশা ব্যক্ত করেছে।
মিয়ানমার বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। প্রায়ই বিক্ষোভ করছে মিয়ানমারের মানুষ। বিক্ষোভ দমাতে কঠোর হয়ে উঠেছে দেশটির সামরিক সরকার। আল-জাজিরা জানিয়েছে, সামরিক বাহিনীর দমন অভিযানে এ পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
এদিকে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেলেরা মস্কোর সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে। মিয়ানমারের জান্তাদের মিত্র ও প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে রাশিয়ার পরিচিতি রয়েছে।
গত আগস্টের শুরুতে মিয়ানমার সফরে গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তখন তিনি মিয়ানমারকে স্থিতিশীল করা এবং আগামী বছর একটি জাতীয় নির্বাচন করার সামরিক বাহিনীর প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছিলেন।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৫ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৭ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৮ ঘণ্টা আগে