Ajker Patrika

২৪ বছর পর উত্তর কোরিয়া যাচ্ছেন রাশিয়ার পুতিন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ জুন ২০২৪, ১২: ৫৩
Thumbnail image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র দেশ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছানোর কথা আছে তার। সর্বশেষ তিনি ২০০০ সালে পিয়ংইয়ং সফর করেছিলেন। এদিকে, তিনি উত্তর কোরিয়া সফরের আগে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করায় পিয়ংইয়ংয়ের প্রশংসা করেছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রাশিয়া সফরে যান। সে সময় দুই নেতা রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র ভস্তকনিতে সাক্ষাৎ করেন। তবে ২০০০ সালের পর এই প্রথম উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে পুতিন পিয়ংইয়ংয়ের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপাত্র রোডং সিনমুনে ছাপা চিঠিতে প্রেসিডেন্ট পুতিন ‘মার্কিন চাপ, ব্ল্যাকমেল ও সামরিক হুমকি সত্ত্বেও পিয়ংইয়ংয়ের স্বার্থ রক্ষার প্রচেষ্টার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।’ 

রাশিয়ার প্রেসিডেন্ট লিখেছেন, দুই দেশ সাম্য ও ন্যায়বিচারের প্রতি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বহুমেরুক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করার জন্য পশ্চিমা যে উচ্চাকাঙ্ক্ষা আছে, তার দৃঢ় বিরোধিতা চালিয়ে যাবে। তবে যুক্তরাষ্ট্রে বলেছে, তারা এ দুই দেশের মধ্যকার গভীর সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন। 

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই সফরকে ‘বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর’ হিসেবে বর্ণনা করেছে। রুশ গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ও কিম জং উন নিরাপত্তার বিষয়সহ একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করতে পারেন। এ বিষয়ে তাঁর গণমাধ্যমে যৌথ বিবৃতি দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত