Ajker Patrika

শিশুদের জন্য ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিল কানাডা

আপডেট : ০৬ মে ২০২১, ১২: ৪০
শিশুদের জন্য ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিল কানাডা

ঢাকা: ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিল কানাডা সরকার। গতকাল বুধবার কানাডার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শিশু-কিশোরদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড টিকার অনুমোদনের বিষয়টি ঘোষণা করে।

কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা সুপ্রিয়া শর্মা বলেন, এই ভ্যাকসিনটি শিশুদের জন্য নিরাপদ। তাদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করে কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে।

তিনি বলেন, শিশুদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষা দিতে কানাডায় অনুমোদিত প্রথম ভ্যাকসিন এটি। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কানাডার জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।

কানাডা দাবি করে, তারাই প্রথম বিশ্বে শিশুদের জন্য করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। তবে ফাইজারের কানাডা প্রতিনিধির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এপ্রিলে ১২–১৫ বছর বয়সীদের জন্য ভ্যাকসিনের অনুমোদন দেয় আলজেরিয়া। এ নিয়ে এখন কানাডা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিষয়টি তাদের জানা ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

বিদ্যুতের লাইন ঠিক করার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

‘আমি আওয়ামী লীগ করি, এটাই অপরাধ’

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বিলুপ্তির প্রস্তাব নেই জুলাই সনদে, ক্ষোভ বিএনপির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ