অনলাইন ডেস্ক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের এক বিশ্ববিদ্যালয়ে প্রার্থনা চলাকালে বিস্ফোরণে ৯ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আজ রোববার মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চাকেন্দ্রে ক্যাথলিকদের প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়। বিস্ফোরণে আহতদের মারাওয়ি শহরের আমাই পাকপাক মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে বিস্ফোরণের তদন্ত কর্তৃপক্ষ করছে বলে জানান আঞ্চলিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোবলেজা। তিনি সাংবাদিকদের বলেছেন, ইসলামিক স্টেটপন্থী জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। প্রতিশোধ নিতে তারা এই হামলা করে থাকতে পারে।
মারাওয়ি শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০১৭ সালে জঙ্গিরা শহরটি পাঁচ মাস অবরুদ্ধ করে রেখেছিল।
ফিলিপাইনের সামরিক বাহিনী গত শুক্রবার মাগুইন্দানাও দেল সুর প্রদেশে একটি সামরিক অভিযান চালায়। সেই অভিযানে ইসলামিক স্টেট সমর্থক দাওলাহ ইসলামিয়া-ফিলিপাইনের সদস্যসহ ১১ জঙ্গিকে হত্যা করা হয়।
লানাও দেল সুর প্রদেশের গভর্নর মামিনতাল আদিয়ং জুনিয়র এক বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার নিন্দা আরও তীব্রভাবে করা উচিত। কারণ এই স্থানগুলো শান্তির সংস্কৃতি প্রচার করে।
মিন্দানাও স্টেট ইউনিভার্সিটি সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, ‘একটি ধর্মীয় সমাবেশের সময়ে ঘটা সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত এবং মর্মাহত। আমরা দ্ব্যর্থহীনভাবে এই নির্বোধ ও ভয়ংকর কাজের তীব্র নিন্দা জানাই।’
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের এক বিশ্ববিদ্যালয়ে প্রার্থনা চলাকালে বিস্ফোরণে ৯ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আজ রোববার মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চাকেন্দ্রে ক্যাথলিকদের প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়। বিস্ফোরণে আহতদের মারাওয়ি শহরের আমাই পাকপাক মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে বিস্ফোরণের তদন্ত কর্তৃপক্ষ করছে বলে জানান আঞ্চলিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোবলেজা। তিনি সাংবাদিকদের বলেছেন, ইসলামিক স্টেটপন্থী জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। প্রতিশোধ নিতে তারা এই হামলা করে থাকতে পারে।
মারাওয়ি শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০১৭ সালে জঙ্গিরা শহরটি পাঁচ মাস অবরুদ্ধ করে রেখেছিল।
ফিলিপাইনের সামরিক বাহিনী গত শুক্রবার মাগুইন্দানাও দেল সুর প্রদেশে একটি সামরিক অভিযান চালায়। সেই অভিযানে ইসলামিক স্টেট সমর্থক দাওলাহ ইসলামিয়া-ফিলিপাইনের সদস্যসহ ১১ জঙ্গিকে হত্যা করা হয়।
লানাও দেল সুর প্রদেশের গভর্নর মামিনতাল আদিয়ং জুনিয়র এক বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার নিন্দা আরও তীব্রভাবে করা উচিত। কারণ এই স্থানগুলো শান্তির সংস্কৃতি প্রচার করে।
মিন্দানাও স্টেট ইউনিভার্সিটি সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, ‘একটি ধর্মীয় সমাবেশের সময়ে ঘটা সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত এবং মর্মাহত। আমরা দ্ব্যর্থহীনভাবে এই নির্বোধ ও ভয়ংকর কাজের তীব্র নিন্দা জানাই।’
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্ট্যানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি
১৫ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। কারণ মার্শাল আইন চলাকালে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের নিয়ম নেই। এ কারণে ৫ বছরের মেয়াদ শেষেও জেলেনস্কি...
২২ মিনিট আগেভারতের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সাহায্যের জন্য ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দ করেছে। এই অর্থ আগের বছরের ৪ হাজার ৮৮৩ কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র ১২০ কোটি রুপি...
৩৭ মিনিট আগেব্রিটেনের এফবিআই খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) দেশটির সাবেক নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছে। টিউলিপের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে এনসিএ-এর গোয়েন্দারা বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে গোপনে বৈঠকের জন্য ঢাকা সফর করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি
১ ঘণ্টা আগে