বান্ধবীদের সঙ্গে যৌন মিলনের সময় গোপন তা ভিডিও করার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার ফুটবল খেলোয়াড় হোয়াং উই-জো। এ বিষয়ে সিউলের এক আদালতে প্রসিকিউটরেরা বলেছেন, গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবীর সঙ্গে যৌনাচারের সময় তাঁদের সম্মতি না নিয়েই গোপনে অন্তত চার বার তা ভিডিও করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবল স্ট্রাইকার।
সিউলের আদালতে অভিযোগের শুনানির সময় উপস্থিত ছিলেন হোয়াং উই-জো। আদালতে তিনি এই ধরনের কর্মকাণ্ডের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেন।
বিবিসি জানিয়েছে, স্ট্রাইকার হোয়াং গত মাসে ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে নাম লিখিয়েছেন। তাঁর এক বান্ধবীর বোন তাঁকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। এভাবেই ভিডিওগুলোর কথা ফাঁস হয়ে যায়।
হোয়াং অবশ্য ব্ল্যাকমেলের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। পরে তাঁর মামলার ভিত্তিতে ভিডিও ফাঁস করা নারীকে তিন বছরের কারাদণ্ডও দেওয়া হয়।
তবে গোপনে ভিডিওগুলো ধারণের জন্য অভিযোগ গঠিত হয় হোয়াংয়ের বিরুদ্ধেও। বেআইনিভাবে ধারণ করা এসব ভিডিওতে থাকা নারীদের পরিচয় গোপন রাখতে আদালতে তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি প্রসিকিউটরেরা।
অভিযোগের ভিত্তিতে সিউলের আদালতে হোয়াং বলেছেন, ‘আমি ভবিষ্যতে কোনো ভুল করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা করে যাব।’
তিনি আরও বলেন, ‘আমি আন্তরিকভাবে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাই, যারা আমার এমন কর্মে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা আমাকে যত্ন ও সমর্থন করেছেন তাঁদের হতাশার কারণ হয়েছি বলে আমি গভীরভাবে দুঃখিত।’
বান্ধবীদের সঙ্গে যৌন মিলনের সময় গোপন তা ভিডিও করার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার ফুটবল খেলোয়াড় হোয়াং উই-জো। এ বিষয়ে সিউলের এক আদালতে প্রসিকিউটরেরা বলেছেন, গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবীর সঙ্গে যৌনাচারের সময় তাঁদের সম্মতি না নিয়েই গোপনে অন্তত চার বার তা ভিডিও করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবল স্ট্রাইকার।
সিউলের আদালতে অভিযোগের শুনানির সময় উপস্থিত ছিলেন হোয়াং উই-জো। আদালতে তিনি এই ধরনের কর্মকাণ্ডের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেন।
বিবিসি জানিয়েছে, স্ট্রাইকার হোয়াং গত মাসে ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে নাম লিখিয়েছেন। তাঁর এক বান্ধবীর বোন তাঁকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। এভাবেই ভিডিওগুলোর কথা ফাঁস হয়ে যায়।
হোয়াং অবশ্য ব্ল্যাকমেলের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। পরে তাঁর মামলার ভিত্তিতে ভিডিও ফাঁস করা নারীকে তিন বছরের কারাদণ্ডও দেওয়া হয়।
তবে গোপনে ভিডিওগুলো ধারণের জন্য অভিযোগ গঠিত হয় হোয়াংয়ের বিরুদ্ধেও। বেআইনিভাবে ধারণ করা এসব ভিডিওতে থাকা নারীদের পরিচয় গোপন রাখতে আদালতে তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি প্রসিকিউটরেরা।
অভিযোগের ভিত্তিতে সিউলের আদালতে হোয়াং বলেছেন, ‘আমি ভবিষ্যতে কোনো ভুল করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা করে যাব।’
তিনি আরও বলেন, ‘আমি আন্তরিকভাবে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাই, যারা আমার এমন কর্মে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা আমাকে যত্ন ও সমর্থন করেছেন তাঁদের হতাশার কারণ হয়েছি বলে আমি গভীরভাবে দুঃখিত।’
নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৯ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
৯ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইট ক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে
১০ ঘণ্টা আগে