অনলাইন ডেস্ক
মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর মুখোমুখি অবস্থানে রয়েছে আফগান সরকার ও তালেবান। তালেবান একের পর এক গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে। ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, তালেবান আবার ক্ষমতায় গেলে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। খবর রয়টার্সের।
বেন ওয়ালেস বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য সরকার। তবে যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয় তাহলে বিষয়টি পর্যালোচনা করা হবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান। নাইন–ইলেভেনের পর মার্কিন বাহিনীর হামলা শুরু হয়। মার্কিন সেনা ছাড়াও ন্যাটোর সেনারা সেখানে অবস্থান নেন। ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর সম্প্রতি মার্কিন বাহিনী ও ন্যাটো বাহিনীর সদস্যরা আফগানিস্তান ছেড়ে চলে যায়। এরপর থেকেই আফগান বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ বাড়তে শুরু করে। আফগান বাহিনীর সদস্যরা দেশ ছেড়ে পালাতেও বাধ্য হচ্ছেন।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবান যেকোনো মূল্যে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি চাইছে। জাতি গঠনের জন্য তাঁদের অর্থ এবং সহায়তার পথ খুলতে চাইছে।
দুই দশকের সংঘাত নিরসন করে তালেবান ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে দেশের স্থিতিশীলতার লক্ষ্যে একসঙ্গে কাজের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।
মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর মুখোমুখি অবস্থানে রয়েছে আফগান সরকার ও তালেবান। তালেবান একের পর এক গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে। ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, তালেবান আবার ক্ষমতায় গেলে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। খবর রয়টার্সের।
বেন ওয়ালেস বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য সরকার। তবে যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয় তাহলে বিষয়টি পর্যালোচনা করা হবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান। নাইন–ইলেভেনের পর মার্কিন বাহিনীর হামলা শুরু হয়। মার্কিন সেনা ছাড়াও ন্যাটোর সেনারা সেখানে অবস্থান নেন। ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর সম্প্রতি মার্কিন বাহিনী ও ন্যাটো বাহিনীর সদস্যরা আফগানিস্তান ছেড়ে চলে যায়। এরপর থেকেই আফগান বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ বাড়তে শুরু করে। আফগান বাহিনীর সদস্যরা দেশ ছেড়ে পালাতেও বাধ্য হচ্ছেন।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবান যেকোনো মূল্যে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি চাইছে। জাতি গঠনের জন্য তাঁদের অর্থ এবং সহায়তার পথ খুলতে চাইছে।
দুই দশকের সংঘাত নিরসন করে তালেবান ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে দেশের স্থিতিশীলতার লক্ষ্যে একসঙ্গে কাজের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ৮০০ বিলিয়ন ইউরো ব্যয়ে একটি সামরিক শক্তি বৃদ্ধির কর্মসূচি পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। ডেনমার্কে সামরিক ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ২০৩০ সালের মধ্যে এমন একটি কার্যকর ইউরোপীয় যোগাযোগ নেটওয়ার্ক প্রয়োজন, যা সেনা ও সামরিক সরঞ্জাম দ্রুত পরিবহনে সহায়ক হবে।
৫ মিনিট আগেরাফায়েল গ্লুক্সমান ইউরোপীয় সংসদের সদস্য এবং ফ্রান্সের ছোট বামপন্থী দল ‘প্লেস পাব্লিক’ এর প্রতিনিধি। গত রোববার এক সমাবেশে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফেরত দিন। এটি আমাদের উপহার ছিল আপনাদের জন্য।
২১ মিনিট আগেঅপ্রমাণিত সূত্রে জানা গেছে, আর্তেমি অস্তানিন রাশিয়ার মিত্র দেশ বেলারুশে পালানোর চেষ্টা করছিলেন। বেলারুশের কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, তাঁর গলায় একটি ধাতব মাংস কাটার যন্ত্র বাঁধা রয়েছে।
২ ঘণ্টা আগেজর্জিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ছোট্ট গ্রাম শোরভিলা। এই গ্রামের সব মানুষই ধনী ব্যবসায়ী বিদজিনা ইভানিশভিলিকে সম্মান করেন। এখানকার রাস্তা উন্নত, বাড়িগুলো সুন্দর পরিপাটি এবং সর্বত্রই ঝুলছে শাসক দল ‘জর্জিয়ান ড্রিম’ (জিডি) এর নীল-হলুদ পতাকা। কারণ তাঁদের গর্বিত সন্তান বিদজিনা ইভানিশভিলি শুধু একজন বিলিয়নিয়ারই
২ ঘণ্টা আগে