থাইল্যান্ডে থানাত থাংতেওয়ান নামের এক যুবকের অণ্ডকোষে অজগর সাপ কামড় দিয়েছে। তিনি বাথরুমের কমোডে বসতেই এমন ঘটনা ঘটে। এতে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন। পরে অবশ্য টয়লেট ব্রাশ দিয়ে সাপটি পিটিয়ে হত্যা করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গতকাল বুধবারের ওই ঘটনার ছবি প্রকাশ করেছেন থানাত। ছবিতে দেখা গেছে, ১২ ফুটের ওই সাপ বাথরুমের মেঝেতে পড়ে আছে।
থানত বলেন, ‘কমোডে বসার কিছুক্ষণ পর অনুভব করি, কিছু একটা আমার অণ্ডকোষে কামড় দিয়েছে। খুব ব্যথা হচ্ছিল। তখন আমি টয়লেটে হাত ঢুকিয়ে দেখি একটি সাপ ধরেছি! সাপ দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি দ্রুত উঠে দাঁড়াই এবং সাপটি কমোড থেকে বের করে ফেলি।’
এরপর থানাত টয়লেট ব্রাশ দিয়ে সাপের মাথায় আঘাত করে মেরে ফেলেন। এর মধ্যে তাঁর বাবা টিটেনাস টিকা নিতে হাসপাতালে যান। চিকিৎসকেরা জানান, সেলাই লাগবে না, কারণ ক্ষতটি গভীর নয়। এটি কয়েক সপ্তাহের মধ্যে সেরে যাবে।
থানত আরও বলেন, ‘আমি এখন শঙ্কামুক্ত। আমি ভাগ্যবান যে, এটি একটি বিষধর সাপ ছিল না। কোবরা হলে মরে যেতাম। ঘটনার পর থেকে আমি আর ওই টয়লেটে যাইনি।’
থাইল্যান্ডে এর আগেও বহুবার টয়লেটে অজগর সাপের আক্রমণের ঘটনা ঘটেছে। ২০১৬ সালে চাচোয়েংসাও প্রদেশে একটি স্কোয়াট টয়লেটে এক ব্যক্তিকে ১০ ফুট লম্বা অজগর কামড় দিয়েছিল। ২০২০ সালে সামুত প্রাকান প্রদেশে টয়লেটে এক গৃহবধূকে অজগর কামড় দিয়েছিল।
রেটিকুলেটেড অজগর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে পাওয়া যায়। এই প্রজাতি বন, জলাভূমি, খাল এমনকি শহরে বাস করে। এই প্রজাতি বিশ্বের বৃহত্তম সাপগুলোর মধ্যে একটি। এরা মানুষ, বিড়াল, কুকুর, পাখি, ইঁদুর এবং অন্যান্য সাপ খেতে পারে।
থাইল্যান্ডে থানাত থাংতেওয়ান নামের এক যুবকের অণ্ডকোষে অজগর সাপ কামড় দিয়েছে। তিনি বাথরুমের কমোডে বসতেই এমন ঘটনা ঘটে। এতে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন। পরে অবশ্য টয়লেট ব্রাশ দিয়ে সাপটি পিটিয়ে হত্যা করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গতকাল বুধবারের ওই ঘটনার ছবি প্রকাশ করেছেন থানাত। ছবিতে দেখা গেছে, ১২ ফুটের ওই সাপ বাথরুমের মেঝেতে পড়ে আছে।
থানত বলেন, ‘কমোডে বসার কিছুক্ষণ পর অনুভব করি, কিছু একটা আমার অণ্ডকোষে কামড় দিয়েছে। খুব ব্যথা হচ্ছিল। তখন আমি টয়লেটে হাত ঢুকিয়ে দেখি একটি সাপ ধরেছি! সাপ দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি দ্রুত উঠে দাঁড়াই এবং সাপটি কমোড থেকে বের করে ফেলি।’
এরপর থানাত টয়লেট ব্রাশ দিয়ে সাপের মাথায় আঘাত করে মেরে ফেলেন। এর মধ্যে তাঁর বাবা টিটেনাস টিকা নিতে হাসপাতালে যান। চিকিৎসকেরা জানান, সেলাই লাগবে না, কারণ ক্ষতটি গভীর নয়। এটি কয়েক সপ্তাহের মধ্যে সেরে যাবে।
থানত আরও বলেন, ‘আমি এখন শঙ্কামুক্ত। আমি ভাগ্যবান যে, এটি একটি বিষধর সাপ ছিল না। কোবরা হলে মরে যেতাম। ঘটনার পর থেকে আমি আর ওই টয়লেটে যাইনি।’
থাইল্যান্ডে এর আগেও বহুবার টয়লেটে অজগর সাপের আক্রমণের ঘটনা ঘটেছে। ২০১৬ সালে চাচোয়েংসাও প্রদেশে একটি স্কোয়াট টয়লেটে এক ব্যক্তিকে ১০ ফুট লম্বা অজগর কামড় দিয়েছিল। ২০২০ সালে সামুত প্রাকান প্রদেশে টয়লেটে এক গৃহবধূকে অজগর কামড় দিয়েছিল।
রেটিকুলেটেড অজগর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে পাওয়া যায়। এই প্রজাতি বন, জলাভূমি, খাল এমনকি শহরে বাস করে। এই প্রজাতি বিশ্বের বৃহত্তম সাপগুলোর মধ্যে একটি। এরা মানুষ, বিড়াল, কুকুর, পাখি, ইঁদুর এবং অন্যান্য সাপ খেতে পারে।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
১১ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
১৪ ঘণ্টা আগে