Ajker Patrika

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভেবে দেখবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভেবে দেখবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভেবে দেখবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকার পতনের বিষয়ে মার্কিন কংগ্রেসে শুনানিতে এমনটি জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

 মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে ব্লিঙ্কেন বলেন, পাকিস্তানের বেশ কিছু স্বার্থ রয়েছে যা কিছু আমাদের সঙ্গে বিরোধপূর্ণ। এর মধ্যে একটি হলো তালেবান সদস্যদের আশ্রয় দেওয়া। 

 মার্কিন আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে সম্পর্ক পুনর্মূল্যায়নের বিষয়ে প্রশ্ন করলে ব্লিঙ্কেন বলেন, শিগগিরই মার্কিন প্রশাসন এটি করবে। 

এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান গত ২০ বছরে যা করেছে ও আমরা আগামী দিনগুলোতে এই দেশটিকে কেমন দেখতে চাই এবং তারা এর জন্য কী  নিতে চায় তা নিয়ে আমরা ভবিষ্যতে ভেবে দেখব।

 আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলার ১৩ মার্কিন সেনা নিহত হন। অভিযোগ রয়েছে, পাকিস্তানের সঙ্গে তালেবানের গভীর সম্পর্ক রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ। 

 ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুনানিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

ব্লিঙ্কেন বলেন, আফগানিস্তানে সেনারা আরও বেশি দিন থাকলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হতো না। 

গত ২০ বছরের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র ছয় হাজারের বেশি মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া মার্কিন সেনাদের হাতে মৃত্যু হয়েছে এক লাখের বেশি আফগান জনগণের। যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে খরচ করেছে দুই ট্রিলিয়নের বেশি মার্কিন ডলার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত