Ajker Patrika

কিমের সঙ্গে বৈঠক করতে চান জাপানের প্রধানমন্ত্রী 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৫: ০৯
Thumbnail image

উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। কিম জং উনের বোন কিম ইয়ো জং এই দাবি করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে কিম ইয়ো জং এ দাবি করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘কিশিদা সম্প্রতি ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যানের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন।’ 

বিবৃতিতে এই বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। তবে কিম ইয়ো জং জানিয়েছেন, জাপান যত দিন তার উত্তর কোরিয়া বিষয়ক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আনবে তত দিন পর্যন্ত এ ধরনের কোনো সাক্ষাতের সম্ভাবনা নেই। 

এদিকে, এই সাক্ষাতের বিষয়ে আজ সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের আলোচনা ‘গুরুত্বপূর্ণ’। তিনি বলেছেন, ‘জাপান-উত্তর কোরিয়া সম্পর্ক, অপহরণ ইস্যুগুলোর মতো সমস্যাগুলো সমাধানের জন্য শীর্ষ স্তরের আলোচনা গুরুত্বপূর্ণ।’ 

আজ সোমবার জাপানের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘এ কারণেই আমরা পক্ষে যতটা সম্ভব—উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগের বিভিন্ন পন্থা ব্যবহার করেছি। যেমনটি আমি অতীতেও বলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত