অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে একটি কারাগারে বন্দী রয়েছেন ব্রিটেনের দক্ষিণ লন্ডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি। সম্প্রতি তিনি আদালত চত্বর থেকে বিবিসিকে শ্রীলঙ্কার নেগোম্বো শহরের কারাগারে অবস্থান করার কথা জানান।
লি জানান, তিনি পাঁচজন নারীর সঙ্গে একটি ছোট্ট কক্ষে আছেন। সেখানে কংক্রিটের মেঝের ওপর পাতলা গদি পেতে ঘুমাতে হয় এবং জামাকাপড়কে বালিশ হিসেবে ব্যবহার করতে হয়।
আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুতে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় আসার পর লির লাগেজ থেকে কর্তৃপক্ষ প্রায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে বলে অভিযোগ ওঠে। তবে এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে লির ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট লি বলেন, তিনি থাইল্যান্ডের ভিসা নবায়নের উদ্দেশ্যে ব্যাংকক থেকে কলম্বো এসেছিলেন। হাজিরা দেওয়ার আগে আদালতে প্রাঙ্গণে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি বেশি ভাবতে চাই না। ভাবলে খারাপ লাগবে। এই বিষয়টা এখনই মানসিকভাবে গ্রহণ করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এখানে অনেক দেশের নারী বন্দী আছেন। কেউ কেউ দুই বছর বা তার বেশি সময় ধরে এখানে আছেন। অথচ তাদের মামলার অগ্রগতির কোনো তথ্য নেই।’
লি জানান, ইংরেজি ভাষাভাষী কিছু নারী বন্দীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি।
আজ শুক্রবার (৩০ মে) সাদা রঙের হাঁটু ছোঁয়া একটি পোশাক পরা লিকে নেগোম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের পেছনের একটি কক্ষে তাঁকে আটক রাখা হয় এবং পরে সাক্ষীর কাঠগড়ায় আনা হয়। এ সময় তাঁকে আবেগপ্রবণ দেখা যায়।
আদালতে শ্রীলঙ্কা পুলিশের মাদক নিয়ন্ত্রণ বিভাগ একটি বিশাল বাদামি বাক্সে করে লির লাগেজ থেকে পাওয়া ৪৬ কেজি গাঁজা উপস্থাপন করে। লির আইনজীবী সম্পথ পেরেরা জিজ্ঞেস করেন, উদ্ধারকৃত দ্রব্যগুলো সরকার অনুমোদিত ল্যাবে পরীক্ষা করা হয়েছে কি না। বিচারক দ্রুত তা পরীক্ষার নির্দেশ দেন।
আদালত চত্বরে বিবিসিকে পেরেরা জানান, তাঁরা জামিনের আবেদন করবেন, তবে এতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। শ্রীলঙ্কার আইনে রিমান্ডে থাকা ব্যক্তিদের প্রতি ১৪ দিনে একবার আদালতে হাজির করানো হয়।
লি বর্তমানে অবৈধ মাদক রাখার এবং পাচারের সন্দেহে রিমান্ডে রয়েছেন। তার পরবর্তী শুনানি ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে একটি কারাগারে বন্দী রয়েছেন ব্রিটেনের দক্ষিণ লন্ডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি। সম্প্রতি তিনি আদালত চত্বর থেকে বিবিসিকে শ্রীলঙ্কার নেগোম্বো শহরের কারাগারে অবস্থান করার কথা জানান।
লি জানান, তিনি পাঁচজন নারীর সঙ্গে একটি ছোট্ট কক্ষে আছেন। সেখানে কংক্রিটের মেঝের ওপর পাতলা গদি পেতে ঘুমাতে হয় এবং জামাকাপড়কে বালিশ হিসেবে ব্যবহার করতে হয়।
আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুতে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় আসার পর লির লাগেজ থেকে কর্তৃপক্ষ প্রায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে বলে অভিযোগ ওঠে। তবে এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে লির ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট লি বলেন, তিনি থাইল্যান্ডের ভিসা নবায়নের উদ্দেশ্যে ব্যাংকক থেকে কলম্বো এসেছিলেন। হাজিরা দেওয়ার আগে আদালতে প্রাঙ্গণে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি বেশি ভাবতে চাই না। ভাবলে খারাপ লাগবে। এই বিষয়টা এখনই মানসিকভাবে গ্রহণ করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এখানে অনেক দেশের নারী বন্দী আছেন। কেউ কেউ দুই বছর বা তার বেশি সময় ধরে এখানে আছেন। অথচ তাদের মামলার অগ্রগতির কোনো তথ্য নেই।’
লি জানান, ইংরেজি ভাষাভাষী কিছু নারী বন্দীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি।
আজ শুক্রবার (৩০ মে) সাদা রঙের হাঁটু ছোঁয়া একটি পোশাক পরা লিকে নেগোম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের পেছনের একটি কক্ষে তাঁকে আটক রাখা হয় এবং পরে সাক্ষীর কাঠগড়ায় আনা হয়। এ সময় তাঁকে আবেগপ্রবণ দেখা যায়।
আদালতে শ্রীলঙ্কা পুলিশের মাদক নিয়ন্ত্রণ বিভাগ একটি বিশাল বাদামি বাক্সে করে লির লাগেজ থেকে পাওয়া ৪৬ কেজি গাঁজা উপস্থাপন করে। লির আইনজীবী সম্পথ পেরেরা জিজ্ঞেস করেন, উদ্ধারকৃত দ্রব্যগুলো সরকার অনুমোদিত ল্যাবে পরীক্ষা করা হয়েছে কি না। বিচারক দ্রুত তা পরীক্ষার নির্দেশ দেন।
আদালত চত্বরে বিবিসিকে পেরেরা জানান, তাঁরা জামিনের আবেদন করবেন, তবে এতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। শ্রীলঙ্কার আইনে রিমান্ডে থাকা ব্যক্তিদের প্রতি ১৪ দিনে একবার আদালতে হাজির করানো হয়।
লি বর্তমানে অবৈধ মাদক রাখার এবং পাচারের সন্দেহে রিমান্ডে রয়েছেন। তার পরবর্তী শুনানি ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।
সম্প্রতি চালু হওয়া নতুন সমুদ্র অবকাশকেন্দ্রে বিদেশি পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে উত্তর কোরিয়া। ‘ওনসান কালমা’ নামে ১ জুলাই চালু হওয়া ওই উপকূলীয় পর্যটনকেন্দ্রটি দেশটির নেতা কিম জং উনের পর্যটনশিল্প বিকাশের অন্যতম প্রধান প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছিল।
৩৮ মিনিট আগেএপস্টেইনের জন্মদিন উপলক্ষে তাঁর সাবেক সঙ্গী ঘিসলেন ম্যাক্সওয়েল এটি তৈরি করেছিলেন। চিঠিটিতে ট্রাম্পের নামসহ টাইপরাইটারে লেখা একটি কথোপকথন রয়েছে। একজন নগ্ন নারীর অবয়বে চিঠিটি বাঁধাই করা ছিল। ওই নারীর স্তন, যৌনাঙ্গসহ স্পর্শকাতর অংশে ‘ডোনাল্ড’ স্বাক্ষরও ছিল।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে বিদেশি কর্মী ও পর্যটকদের আকৃষ্ট করে স্থবির অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করে আসছে জাপান। তবে সম্প্রতি দেশটিতে বিদেশিদের সংখ্যা বেড়ে যাচ্ছে—এমন ধারণা জন্মেছে জনমনে। এই ধারণা একধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগেবিশ্বখ্যাত স্কাইডাইভার ও বেস জাম্পার ফেলিক্স বাউমগার্টনার গতকাল বৃহস্পতিবার ইতালির উপকূলবর্তী শহর পোর্তো সান্ত’এলপিদিওতে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম স্কাইটিজি ২৪ জানিয়েছে, ৫৬ বছর বয়সী এই অস্ট্রিয়ান অভিযাত্রী তাঁর প্যারাগ্লাইডারটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলের
৩ ঘণ্টা আগে