Ajker Patrika

আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা বেরাদারের মৃত্যুর খবর গুজব: তালেবান 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৬
আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা বেরাদারের মৃত্যুর খবর গুজব: তালেবান 

আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বেরাদার বিরোধীদের গুলিতে নিহত হননি বলে জানিয়েছে তালেবান। আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠীর মুখপাত্র সুলাইল শাহীন এমনটি জানিয়েছেন। 

টুইট বার্তায় সুলাইল শাহীন বলেন, তিনি বলেছেন এটি মিথ্যা ও ভিত্তিহীন।

মোল্লা বেরাদারের একটি ভয়েস মেসেজ প্রকাশ করেছে তালেবান। এ ছাড়া একটি ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছে, যেখানে বেরাদারকে কান্দাহারে  একটি বৈঠকে অংশ নিতে দেখা গেছে। তবে রয়টার্স এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।  

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেরাদারের সমর্থকদের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানির সংঘর্ষ হয়। বেরাদারের মতো গুরুত্বপূর্ণ তালেবান নেতাদের সঙ্গে হাক্কানি গ্রুপের কোন্দল নিয়েও শঙ্কা তৈরি হয়। তবে তালেবান এই শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে। 

তালেবানের গুরুত্বপূর্ণ নেতা বেরাদারকে বেশ কিছু জনসমক্ষে দেখা যাচ্ছে না। গত রোববার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান আল-থানির সঙ্গে তালেবানের প্রতিনিধিদলের বৈঠকেও উপস্থিত ছিলেন না বেরাদার। 

এ ছাড়া তালেবান আফগান দখলের পরে সংগঠনটির সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকেও জনসমক্ষে দেখা যায়নি। যদিও তিনি গত সপ্তাহে আফগানিস্তানের নতুন সরকার গঠনের পর বিবৃতি দিয়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত