আফগানিস্তানের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলাগুলো দখলে নিয়েছে বিদ্রোহী তালেবান গোষ্ঠী। সেই সব জেলা থেকে পালিয়ে গেছে আফগানিস্তানের সরকারি বাহিনী। তাদের মধ্যে অনেকেই পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে গতকাল রোববার এক বিবৃতিতে জানানো হয়, তিন শতাধিক আফগান সেনা তাজিকিস্তানে প্রবেশ করেছে। গত শনিবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে তাঁরা তাজিকিস্তানে প্রবেশ করেন।
গত মে মাস থেকে আফগানিস্তানে থাকা সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা দখল নিতে শুরু করে তালেবান গোষ্ঠী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ৪২১ জেলার প্রায় এক-তৃতীয়াংশ দখলে নিয়েছে তালেবানরা।
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জেলাগুলো কোনো রকম লড়াই ছাড়াই দখলে নিয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কাউন্সিলের সদস্য মহিব-উল-রাহমান। তাঁর অভিযোগ, সেনাদের মনোবলের অভাবের কারণেই এমনটি হচ্ছে।
রহমান বলেন, দুর্ভাগ্যবশত কোনো রকম লড়াই ছাড়াই জেলাগুলো দখলে নিয়েছে তালেবানরা। দশটির মধ্যে আটটি জেলাতেই কোনো রকম যুদ্ধ ছাড়া দখল করা হয়েছে।
রহমান জানান, তালেবানদের কাছে আত্মসমর্পণ করে শত শত আফগান সেনা, পুলিশ সদস্যরা বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদে পালিয়ে গেছেন। এ ছাড়া অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পালিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলেও চলে যাচ্ছেন।
রহমান আরও জানান, বাদাখশান প্রদেশে জুনের শেষের দিকে আফগান সরকার সেনাবাহিনীকে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক মিলিশিয়া বাহিনী গঠন করে দেয়। তবে সেই মিলিশিয়া বাহিনী তালেবানদের বিরুদ্ধে তেমন ভূমিকা রাখতে পারেনি।
গতকাল রোববার আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, কান্দাহার প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলাও গত শনিবার রাতভর লড়াই করে দখলে নিয়েছে তালেবান গোষ্ঠী। কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলার গভর্নর হাস্তি মোহাম্মদ বলেন, আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের রাতভর সংঘর্ষ হয়েছে। সরকারি বাহিনীকে ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।
এই কান্দাহারেই প্রথম তালেবান গোষ্ঠী তাদের কার্যক্রম শুরু করে। ২০০১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তানে হামলা শুরুর পর সেটি দখলে নিয়ে নেয় দেশটির সরকার।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও বিভিন্ন জেলা দখলের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বেশির ভাগ জেলাই লড়াই ছাড়া দখলে নেওয়া হয়েছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলাগুলো দখলে নিয়েছে বিদ্রোহী তালেবান গোষ্ঠী। সেই সব জেলা থেকে পালিয়ে গেছে আফগানিস্তানের সরকারি বাহিনী। তাদের মধ্যে অনেকেই পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে গতকাল রোববার এক বিবৃতিতে জানানো হয়, তিন শতাধিক আফগান সেনা তাজিকিস্তানে প্রবেশ করেছে। গত শনিবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে তাঁরা তাজিকিস্তানে প্রবেশ করেন।
গত মে মাস থেকে আফগানিস্তানে থাকা সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা দখল নিতে শুরু করে তালেবান গোষ্ঠী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ৪২১ জেলার প্রায় এক-তৃতীয়াংশ দখলে নিয়েছে তালেবানরা।
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জেলাগুলো কোনো রকম লড়াই ছাড়াই দখলে নিয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কাউন্সিলের সদস্য মহিব-উল-রাহমান। তাঁর অভিযোগ, সেনাদের মনোবলের অভাবের কারণেই এমনটি হচ্ছে।
রহমান বলেন, দুর্ভাগ্যবশত কোনো রকম লড়াই ছাড়াই জেলাগুলো দখলে নিয়েছে তালেবানরা। দশটির মধ্যে আটটি জেলাতেই কোনো রকম যুদ্ধ ছাড়া দখল করা হয়েছে।
রহমান জানান, তালেবানদের কাছে আত্মসমর্পণ করে শত শত আফগান সেনা, পুলিশ সদস্যরা বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদে পালিয়ে গেছেন। এ ছাড়া অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পালিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলেও চলে যাচ্ছেন।
রহমান আরও জানান, বাদাখশান প্রদেশে জুনের শেষের দিকে আফগান সরকার সেনাবাহিনীকে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক মিলিশিয়া বাহিনী গঠন করে দেয়। তবে সেই মিলিশিয়া বাহিনী তালেবানদের বিরুদ্ধে তেমন ভূমিকা রাখতে পারেনি।
গতকাল রোববার আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, কান্দাহার প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলাও গত শনিবার রাতভর লড়াই করে দখলে নিয়েছে তালেবান গোষ্ঠী। কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলার গভর্নর হাস্তি মোহাম্মদ বলেন, আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের রাতভর সংঘর্ষ হয়েছে। সরকারি বাহিনীকে ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।
এই কান্দাহারেই প্রথম তালেবান গোষ্ঠী তাদের কার্যক্রম শুরু করে। ২০০১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তানে হামলা শুরুর পর সেটি দখলে নিয়ে নেয় দেশটির সরকার।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও বিভিন্ন জেলা দখলের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বেশির ভাগ জেলাই লড়াই ছাড়া দখলে নেওয়া হয়েছে।
উত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি ও ভারী বন্যা-ভূমিধসের কারণে অন্তত ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। এদের মধ্যে বুনের এলাকায় নিহতের সংখ্যা ২১৩ এর বেশি। এছাড়া বিভিন্ন জেলা থেকে বহু আহতের খবর পাওয়া গেছে।
১৩ মিনিট আগেফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
৩০ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের ভূখণ্ড অদলবদল আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে।
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপরই এখন যুদ্ধবিরতি আলোচনার দায়িত্ব বর্তেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে তিনি জানান, শিগগিরই জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজন করা হবে।
১ ঘণ্টা আগে