Ajker Patrika

আফগানিস্তানের গুরুত্বপূর্ণ জেলাগুলো তালেবানদের দখলে, পালাচ্ছে সরকারি বাহিনী 

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১২: ৫৯
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ জেলাগুলো তালেবানদের দখলে, পালাচ্ছে সরকারি বাহিনী 

আফগানিস্তানের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলাগুলো দখলে নিয়েছে বিদ্রোহী তালেবান গোষ্ঠী। সেই সব জেলা থেকে পালিয়ে গেছে আফগানিস্তানের সরকারি বাহিনী। তাদের মধ্যে অনেকেই পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে গতকাল রোববার এক বিবৃতিতে জানানো হয়, তিন শতাধিক আফগান সেনা তাজিকিস্তানে প্রবেশ করেছে। গত শনিবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে তাঁরা তাজিকিস্তানে প্রবেশ করেন। 

গত মে মাস থেকে আফগানিস্তানে থাকা সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা দখল নিতে শুরু করে তালেবান গোষ্ঠী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ৪২১ জেলার প্রায় এক-তৃতীয়াংশ দখলে নিয়েছে তালেবানরা। 

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জেলাগুলো কোনো রকম লড়াই ছাড়াই দখলে নিয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কাউন্সিলের সদস্য মহিব-উল-রাহমান। তাঁর অভিযোগ, সেনাদের মনোবলের অভাবের কারণেই এমনটি হচ্ছে। 

রহমান বলেন, দুর্ভাগ্যবশত কোনো রকম লড়াই ছাড়াই জেলাগুলো দখলে নিয়েছে তালেবানরা। দশটির মধ্যে আটটি জেলাতেই কোনো রকম যুদ্ধ ছাড়া দখল করা হয়েছে। 

রহমান জানান, তালেবানদের কাছে আত্মসমর্পণ করে শত শত আফগান সেনা, পুলিশ সদস্যরা বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদে পালিয়ে গেছেন। এ ছাড়া অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পালিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলেও চলে যাচ্ছেন। 
 
রহমান আরও জানান, বাদাখশান প্রদেশে জুনের শেষের দিকে আফগান সরকার সেনাবাহিনীকে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক মিলিশিয়া বাহিনী গঠন করে দেয়। তবে সেই মিলিশিয়া বাহিনী তালেবানদের বিরুদ্ধে তেমন ভূমিকা রাখতে পারেনি। 

গতকাল রোববার আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, কান্দাহার প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলাও গত শনিবার রাতভর লড়াই করে দখলে নিয়েছে তালেবান গোষ্ঠী। কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলার গভর্নর হাস্তি মোহাম্মদ বলেন, আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের রাতভর সংঘর্ষ হয়েছে। সরকারি বাহিনীকে ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।

এই কান্দাহারেই প্রথম তালেবান গোষ্ঠী তাদের কার্যক্রম শুরু করে। ২০০১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তানে হামলা শুরুর পর সেটি দখলে নিয়ে নেয় দেশটির সরকার।  

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও বিভিন্ন জেলা দখলের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বেশির ভাগ জেলাই লড়াই ছাড়া দখলে নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত