অনলাইন ডেস্ক
আফগানিস্তানের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলাগুলো দখলে নিয়েছে বিদ্রোহী তালেবান গোষ্ঠী। সেই সব জেলা থেকে পালিয়ে গেছে আফগানিস্তানের সরকারি বাহিনী। তাদের মধ্যে অনেকেই পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে গতকাল রোববার এক বিবৃতিতে জানানো হয়, তিন শতাধিক আফগান সেনা তাজিকিস্তানে প্রবেশ করেছে। গত শনিবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে তাঁরা তাজিকিস্তানে প্রবেশ করেন।
গত মে মাস থেকে আফগানিস্তানে থাকা সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা দখল নিতে শুরু করে তালেবান গোষ্ঠী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ৪২১ জেলার প্রায় এক-তৃতীয়াংশ দখলে নিয়েছে তালেবানরা।
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জেলাগুলো কোনো রকম লড়াই ছাড়াই দখলে নিয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কাউন্সিলের সদস্য মহিব-উল-রাহমান। তাঁর অভিযোগ, সেনাদের মনোবলের অভাবের কারণেই এমনটি হচ্ছে।
রহমান বলেন, দুর্ভাগ্যবশত কোনো রকম লড়াই ছাড়াই জেলাগুলো দখলে নিয়েছে তালেবানরা। দশটির মধ্যে আটটি জেলাতেই কোনো রকম যুদ্ধ ছাড়া দখল করা হয়েছে।
রহমান জানান, তালেবানদের কাছে আত্মসমর্পণ করে শত শত আফগান সেনা, পুলিশ সদস্যরা বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদে পালিয়ে গেছেন। এ ছাড়া অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পালিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলেও চলে যাচ্ছেন।
রহমান আরও জানান, বাদাখশান প্রদেশে জুনের শেষের দিকে আফগান সরকার সেনাবাহিনীকে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক মিলিশিয়া বাহিনী গঠন করে দেয়। তবে সেই মিলিশিয়া বাহিনী তালেবানদের বিরুদ্ধে তেমন ভূমিকা রাখতে পারেনি।
গতকাল রোববার আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, কান্দাহার প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলাও গত শনিবার রাতভর লড়াই করে দখলে নিয়েছে তালেবান গোষ্ঠী। কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলার গভর্নর হাস্তি মোহাম্মদ বলেন, আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের রাতভর সংঘর্ষ হয়েছে। সরকারি বাহিনীকে ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।
এই কান্দাহারেই প্রথম তালেবান গোষ্ঠী তাদের কার্যক্রম শুরু করে। ২০০১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তানে হামলা শুরুর পর সেটি দখলে নিয়ে নেয় দেশটির সরকার।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও বিভিন্ন জেলা দখলের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বেশির ভাগ জেলাই লড়াই ছাড়া দখলে নেওয়া হয়েছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলাগুলো দখলে নিয়েছে বিদ্রোহী তালেবান গোষ্ঠী। সেই সব জেলা থেকে পালিয়ে গেছে আফগানিস্তানের সরকারি বাহিনী। তাদের মধ্যে অনেকেই পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে গতকাল রোববার এক বিবৃতিতে জানানো হয়, তিন শতাধিক আফগান সেনা তাজিকিস্তানে প্রবেশ করেছে। গত শনিবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে তাঁরা তাজিকিস্তানে প্রবেশ করেন।
গত মে মাস থেকে আফগানিস্তানে থাকা সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা দখল নিতে শুরু করে তালেবান গোষ্ঠী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ৪২১ জেলার প্রায় এক-তৃতীয়াংশ দখলে নিয়েছে তালেবানরা।
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জেলাগুলো কোনো রকম লড়াই ছাড়াই দখলে নিয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কাউন্সিলের সদস্য মহিব-উল-রাহমান। তাঁর অভিযোগ, সেনাদের মনোবলের অভাবের কারণেই এমনটি হচ্ছে।
রহমান বলেন, দুর্ভাগ্যবশত কোনো রকম লড়াই ছাড়াই জেলাগুলো দখলে নিয়েছে তালেবানরা। দশটির মধ্যে আটটি জেলাতেই কোনো রকম যুদ্ধ ছাড়া দখল করা হয়েছে।
রহমান জানান, তালেবানদের কাছে আত্মসমর্পণ করে শত শত আফগান সেনা, পুলিশ সদস্যরা বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদে পালিয়ে গেছেন। এ ছাড়া অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পালিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলেও চলে যাচ্ছেন।
রহমান আরও জানান, বাদাখশান প্রদেশে জুনের শেষের দিকে আফগান সরকার সেনাবাহিনীকে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক মিলিশিয়া বাহিনী গঠন করে দেয়। তবে সেই মিলিশিয়া বাহিনী তালেবানদের বিরুদ্ধে তেমন ভূমিকা রাখতে পারেনি।
গতকাল রোববার আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, কান্দাহার প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলাও গত শনিবার রাতভর লড়াই করে দখলে নিয়েছে তালেবান গোষ্ঠী। কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলার গভর্নর হাস্তি মোহাম্মদ বলেন, আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের রাতভর সংঘর্ষ হয়েছে। সরকারি বাহিনীকে ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।
এই কান্দাহারেই প্রথম তালেবান গোষ্ঠী তাদের কার্যক্রম শুরু করে। ২০০১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তানে হামলা শুরুর পর সেটি দখলে নিয়ে নেয় দেশটির সরকার।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও বিভিন্ন জেলা দখলের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বেশির ভাগ জেলাই লড়াই ছাড়া দখলে নেওয়া হয়েছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ইরানসমর্থিত হিসেবে আখ্যায়িত করে তেহরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুতি বিদ্রোহীদের চালানো যেকোনো আক্রমণকে ইরানের হামলা হিসেবে গণ্য করা হবে। তাদের প্রতিটি গুলিকে ইরানের অস্ত্রভান্ডার থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে। আর
৭ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজার আল-আহলি আরব হাসপাতাল। এই হাসপাতাল প্রাঙ্গণে একটি, দুটি, তিনটি নয়; অনেক লাশের সারি। হাসপাতালের বাইরে বিভিন্ন স্থানে কম্বলে মুড়িয়ে রাখা হয়েছে লাশ। গাজার আরেক এলাকা আল নাসের হাসপাতালের মর্গের পাশে দেখা গেল আরেক চিত্র। সেখানে জানাজা পড়ানো হচ্ছে। তবে একজনের নয়। একসঙ্গে পাঁচজনের জানাজা হ
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন। তাঁদের এই ফোনালাপ দেড় ঘণ্টা ধরে চলেছে। এই আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসান এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
৯ ঘণ্টা আগেরাশিয়ার তারুসা শহরের স্থানীয় পরিষদের সদস্য ইয়েভজেনি রুদেঙ্কো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তারুসার নারীদের অনুরোধ করা হচ্ছে, যেন তারা রৌদ্রোজ্জ্বল দিনে বেশি করে মিনি স্কার্ট পরেন, যেন রাশিয়ার জন্মহার বাড়ে।’
১০ ঘণ্টা আগে