Ajker Patrika

থাইল্যান্ডে ভোট গ্রহণ শুরু, জরিপে এগিয়ে থাকসিন কন্যা

আপডেট : ১৪ মে ২০২৩, ১১: ৫৩
থাইল্যান্ডে ভোট গ্রহণ শুরু, জরিপে এগিয়ে থাকসিন কন্যা

থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির ৫ কোটি ২০ লাখ ভোটার বেছে নেবেন তাঁদের পছন্দের প্রার্থীকে। আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনী সর্বশেষ জরিপে এগিয়ে আছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা ফেউ থাই পার্টির পেতংতার্ন সিনাওয়াত্রা। পরের অবস্থানেই আছেন মুভ ফরওয়ার্ড পার্টির পিতা লিমজারোনরাত। তৃতীয় অবস্থানে আছেন ইউনাইটেড থাই নেশন পার্টির প্রায়ুত চান-ওচা। 

আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০০১ সাল থেকে অনুষ্ঠিত সব নির্বাচনেই অন্যান্য দলের চেয়ে বেশি আসনে জয় পেয়েছে ফেউ থাই পার্টি। এবারের নির্বাচনেও তারা জনমত জরিপে এগিয়ে আছে। তবে থাইল্যান্ডের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব থাকায় শেষ পর্যন্ত ফেউ থাই পার্টি নির্বাচনে জয়লাভ করতে পারবে কি না, কিংবা পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হবেন কি না, সে বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে। 

ফেউ থাই পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা পেতংতার্ন সিনাওয়াত্রা বলেন, ‘আজকের দিনটি একটি ভালো দিন। আমি খুবই ইতিবাচক। আজকের আবহাওয়া বেশ গরম। তবু ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। সবাইকে ধন্যবাদ।’ 

পিতা লিমজারোনরাতমুভ ফরওয়ার্ড পার্টির পিতা লিমজারোনরাত বলেন, ‘নাগরিক হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আমি খুশি। আশা করছি পুরো দেশ মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাবে।’ 

ইউনাইটেড থাই নেশন পার্টির প্রায়ুত চান-ওচাও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

প্রায়ুত চান-ওচানির্বাচন কমিশন বলেছে, এখনো পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অভিযোগ আসেনি। এবারের নির্বাচনে সর্বাধিক ভোট কাস্ট হওয়ার রেকর্ড হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত