Ajker Patrika

পতনের মুখে আফগানিস্তান

রয়টার্স, দুবাই
পতনের মুখে আফগানিস্তান

আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ না নিলে আফগানিস্তানে শিগগির বিশৃঙ্খলা দেখা দেবে বলে গত শনিবার সতর্ক করেছেন সুইডেন ও পাকিস্তানের মন্ত্রীরা। গত আগস্টে পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত করে কট্টর মৌলবাদী গোষ্ঠী তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই নানা সংকটে নিমজ্জিত হয়েছে আফগানিস্তান। ত্রাণনির্ভর অর্থনীতির দেশটিতে আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি সহায়তাও।

দুবাইতে সুইডিশ উন্নয়নমন্ত্রী পার ওলসন ফ্রিদ রয়টার্সকে বলেছেন, ‘আফগানিস্তান পতনের দ্বারপ্রান্তে রয়েছে এবং এই পতন আমাদের ধারণার চেয়েও দ্রুত ধেয়ে আসছে। দেশটির অর্থনৈতিক পতন সেখানকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আরও সমৃদ্ধি হওয়ার পরিবেশ তৈরি করে দিতে পারে। তবে সুইডেন তালেবানের মাধ্যমে দেশটিতে টাকা পাঠাবে না বরং আফগান নাগরিক সমাজের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমেই সেখানে মানবিক সাহায্য কার্যক্রম বাড়ানো হচ্ছে।’

তালেবানদের স্বীকৃতি না দিলেও বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান  আফগানিস্তানে তাদের উন্নয়ন মানবিক সহায়তা বাড়িয়েছে।

তালেবানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনই আফগানিস্তানের মানবিক বিপর্যয় ঠেকানোর একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। বিভিন্ন দেশে আটকে থাকা আফগানিস্তানের বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা কি আফগানিস্তানকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে যাচ্ছি নাকি দেশটিকে স্থিতিশীল করার চেষ্টা করতে যাচ্ছি?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

যারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত