Ajker Patrika

আফগানিস্তান ছেড়ে পালননি তালেবানবিরোধী নেতা আহমাদ মাসুদ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩৮
আফগানিস্তান ছেড়ে পালননি তালেবানবিরোধী নেতা আহমাদ মাসুদ

আফগানিস্তানের পানশির প্রদেশের তালেবানবিরোধী আহমাদ মাসুদ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি আফগানিস্তানেই আছেন। ইরানের বার্তা সংস্থা  এফএআরএসএর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

সূত্র জানায়, আহমাদ মাসুদের আফগানিস্তান ছেড়ে পালানোর খবর সত্য নয়। তিনি পানশিরেই নিরাপদ স্থানে আছেন। 

সূত্র আরও জানায়, পানশিরের ৭০ শতাংশ এলাকা এরই মধ্যে তালেবানের নিয়ন্ত্রণে চলে এসেছে।

তালেবানও এরই মধ্যে পানশির দখলের দাবি করেছে। তবে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। 

আহমাদ মাসুদের ঘনিষ্ঠ কাসেম মোহাম্মাদি এফএআরএসকে বলেন, সম্প্রতি তালেবান পানশিরে প্রবেশ করে ৭০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে। তবে এখনো পানশিরের নিয়ন্ত্রণ ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) কাছেই রয়েছে। 

এনআরএফ বলছে, পানশিরের সব গুরুত্বপূর্ণ স্থানে তাদের সেনাদের অবস্থান রয়েছে।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। তবে পানশির প্রদেশটি এত দিন তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। সেখানে তালেবান প্রতিরোধের ডাক দেন পানশিরের সিংহ হিসেবে পরিচিত আহমেদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ। গত সোমবার আহমাদ মাসুদ তালেবানের বিরুদ্ধে জাতীয় অভ্যুত্থানের ডাক দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক অডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।  

স্থানীয় সূত্র দাবি করছে,  আফগান নেতা আমরুল্লাহ সালেহ ও নর্দার্ন অ্যালায়েন্স নেতা মাসুদ পানশিরে একটি গোপন আস্তানায় রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত