আফগানিস্তানের পানশির প্রদেশের তালেবানবিরোধী আহমাদ মাসুদ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি আফগানিস্তানেই আছেন। ইরানের বার্তা সংস্থা এফএআরএসএর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সূত্র জানায়, আহমাদ মাসুদের আফগানিস্তান ছেড়ে পালানোর খবর সত্য নয়। তিনি পানশিরেই নিরাপদ স্থানে আছেন।
সূত্র আরও জানায়, পানশিরের ৭০ শতাংশ এলাকা এরই মধ্যে তালেবানের নিয়ন্ত্রণে চলে এসেছে।
তালেবানও এরই মধ্যে পানশির দখলের দাবি করেছে। তবে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে।
আহমাদ মাসুদের ঘনিষ্ঠ কাসেম মোহাম্মাদি এফএআরএসকে বলেন, সম্প্রতি তালেবান পানশিরে প্রবেশ করে ৭০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে। তবে এখনো পানশিরের নিয়ন্ত্রণ ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) কাছেই রয়েছে।
এনআরএফ বলছে, পানশিরের সব গুরুত্বপূর্ণ স্থানে তাদের সেনাদের অবস্থান রয়েছে।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। তবে পানশির প্রদেশটি এত দিন তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। সেখানে তালেবান প্রতিরোধের ডাক দেন পানশিরের সিংহ হিসেবে পরিচিত আহমেদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ। গত সোমবার আহমাদ মাসুদ তালেবানের বিরুদ্ধে জাতীয় অভ্যুত্থানের ডাক দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক অডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।
স্থানীয় সূত্র দাবি করছে, আফগান নেতা আমরুল্লাহ সালেহ ও নর্দার্ন অ্যালায়েন্স নেতা মাসুদ পানশিরে একটি গোপন আস্তানায় রয়েছেন।
আফগানিস্তানের পানশির প্রদেশের তালেবানবিরোধী আহমাদ মাসুদ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি আফগানিস্তানেই আছেন। ইরানের বার্তা সংস্থা এফএআরএসএর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সূত্র জানায়, আহমাদ মাসুদের আফগানিস্তান ছেড়ে পালানোর খবর সত্য নয়। তিনি পানশিরেই নিরাপদ স্থানে আছেন।
সূত্র আরও জানায়, পানশিরের ৭০ শতাংশ এলাকা এরই মধ্যে তালেবানের নিয়ন্ত্রণে চলে এসেছে।
তালেবানও এরই মধ্যে পানশির দখলের দাবি করেছে। তবে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে।
আহমাদ মাসুদের ঘনিষ্ঠ কাসেম মোহাম্মাদি এফএআরএসকে বলেন, সম্প্রতি তালেবান পানশিরে প্রবেশ করে ৭০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে। তবে এখনো পানশিরের নিয়ন্ত্রণ ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) কাছেই রয়েছে।
এনআরএফ বলছে, পানশিরের সব গুরুত্বপূর্ণ স্থানে তাদের সেনাদের অবস্থান রয়েছে।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। তবে পানশির প্রদেশটি এত দিন তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। সেখানে তালেবান প্রতিরোধের ডাক দেন পানশিরের সিংহ হিসেবে পরিচিত আহমেদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ। গত সোমবার আহমাদ মাসুদ তালেবানের বিরুদ্ধে জাতীয় অভ্যুত্থানের ডাক দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক অডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।
স্থানীয় সূত্র দাবি করছে, আফগান নেতা আমরুল্লাহ সালেহ ও নর্দার্ন অ্যালায়েন্স নেতা মাসুদ পানশিরে একটি গোপন আস্তানায় রয়েছেন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৩ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৩ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৫ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৬ ঘণ্টা আগে