অনলাইন ডেস্ক
২০২০ সালে অনুষ্ঠিত হওয়া মিয়ানমারের জাতীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে মামলা দায়ের করেছে জান্তা সেনা। একটি সূত্রের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এই অভিযোগেই মিয়ানমারে অভ্যুত্থান ঘটিয়েছিল মিয়ানমারের সেনারা।
স্থানীয় একটি পর্যবেক্ষণ সংস্থা জানায়, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের পর এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
এরই মধ্যে সু চির বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এ সব অভিযোগ প্রমাণিত হলে ১০০ বছরের জেল হতে পারে সু চির।
সু চির মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের নির্বাচনের সময় দেশটির নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগে বিচারের মুখোমুখি হবেন সু চি। আগামী ছয় মাসের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ হবে।
ওই সূত্র আরও জানায়, মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টও এই অভিযোগে অভিযুক্ত হবেন।
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর তৎকালীন নির্বাচন কমিশনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২০ সালের নির্বাচনের ফল গত বছর জুলাইতে বাতিল করে জান্তা সরকার। তাদের দাবি, প্রায় এক কোটি ২০ লাখ ভোট জালিয়াতি হয়েছে।
তবে স্বাধীন পর্যবেক্ষকেরা জানিয়েছেন, ওই নির্বাচন ছিল নিরপেক্ষ ও সুষ্ঠু।
মিয়ানমার জান্তা সরকার ২০২৩ সালের আগস্টের মধ্যে আরেকটি নির্বাচন দেওয়ার প্রতিজ্ঞা করেছে।
অবৈধভাবে ওয়াকিটকি আমদানি, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি ও করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে সু চিকে এরই মধ্যে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২০ সালে অনুষ্ঠিত হওয়া মিয়ানমারের জাতীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে মামলা দায়ের করেছে জান্তা সেনা। একটি সূত্রের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এই অভিযোগেই মিয়ানমারে অভ্যুত্থান ঘটিয়েছিল মিয়ানমারের সেনারা।
স্থানীয় একটি পর্যবেক্ষণ সংস্থা জানায়, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের পর এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
এরই মধ্যে সু চির বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এ সব অভিযোগ প্রমাণিত হলে ১০০ বছরের জেল হতে পারে সু চির।
সু চির মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের নির্বাচনের সময় দেশটির নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগে বিচারের মুখোমুখি হবেন সু চি। আগামী ছয় মাসের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ হবে।
ওই সূত্র আরও জানায়, মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টও এই অভিযোগে অভিযুক্ত হবেন।
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর তৎকালীন নির্বাচন কমিশনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২০ সালের নির্বাচনের ফল গত বছর জুলাইতে বাতিল করে জান্তা সরকার। তাদের দাবি, প্রায় এক কোটি ২০ লাখ ভোট জালিয়াতি হয়েছে।
তবে স্বাধীন পর্যবেক্ষকেরা জানিয়েছেন, ওই নির্বাচন ছিল নিরপেক্ষ ও সুষ্ঠু।
মিয়ানমার জান্তা সরকার ২০২৩ সালের আগস্টের মধ্যে আরেকটি নির্বাচন দেওয়ার প্রতিজ্ঞা করেছে।
অবৈধভাবে ওয়াকিটকি আমদানি, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি ও করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে সু চিকে এরই মধ্যে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
১ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
২ ঘণ্টা আগে